Date : 2024-03-29

বঙ্গ বিজেপিকে কড়া দাওয়াই বনসালের, নাড্ডা গড়ে দিলেন কোর কমিটি

সুচার মিত্র সাংবাদিক : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি বিজেপির অন্দরে। তার মাঝে বঙ্গ বিজেপিকে ধাক্কা দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি হওয়া দেবশ্রী চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে ৪২ টা জোনে নিয়োগ করলেন ৪২ জন কো-অর্ডিনেটর। পঞ্চায়েত নির্বাচন হয়তো কয়েক মাস পরেই কিন্তু এখনো অধিকাংশ জায়গায় বুথ কমিটি প্রস্তুত নয় আর তাই বেজায় চটলেন বিজেপির দুই পর্যবেক্ষক। হেস্টিংসের দুদিনের বৈঠকে বঙ্গ বিজেপিকে একের পর এক ভোকাল টনিক দিলেন দুই নেতৃত্ব। পঞ্চায়েত স্তরে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলনে জোর দিতে হবে, মারের বদলে পাল্টা মার দেওয়ার দাওয়াই নেতৃত্বের।

আগামী এক মাসের মধ্যে রাজ্যের সব বুথে কমিটি গঠন করে দেওয়ার নির্দেশ নেতৃত্বের। বুথ স্তর এবং মন্ডল স্তরের নেতৃত্বকে বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ বনসলের। বঙ্গ বিজেপির দুদিনের এই বৈঠক শেষের পরেই কোর কমিটি তৈরি করে দিল দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০ জনের কোর কমিটিতে জায়গা পেয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু, অধিকারী মিঠুন চক্রবর্তী, রয়েছেন লকেট চট্টোপাধ্যায় ও।

আগামী মাসেই জেলা সফরে বের হতে চলেছেন বিজেপির সর্বক্ষণের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে