Date : 2024-03-29

বিধায়কের গলায় যখন কীর্তন, মন্ত্রীর হাতে তখন ‘খঞ্জিরা’

সঞ্জু সুর, সাংবাদিক : উপলক্ষ্য উত্তরের বিজয়া সম্মিলনী। মূল মঞ্চে তখন উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক বিশিষ্টজন। রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া আরো বেশ কয়েকজন সচিব, ডিজি মনোজ মালব্য সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। রয়েছেন আটটি জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা। অরুপ বিশ্বাস, উদয়ন গুহ সহ মন্ত্রী বিধায়ক সাংসদরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গান ধরলেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। কীর্তণ গানে তাঁর মুন্সিয়ানা সর্বজনবিদিত। সেই গানেই মঞ্চ মাতালেন তিনি।

কিন্তু তিনি যখন গান গাইছেন তখন দেখা গেল রাজ্য মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রীর সতীর্থ ইন্দ্রনীল সেন পিছনে বসে কিছু একটা বাজাচ্ছেন‌। যন্ত্রটির নাম ‘খঞ্জিরা’। অদিতি সেকথা জানালেন মুখ্যমন্ত্রীকে। কিছুটা হাসির রব তখন মঞ্চে। +

অদিতির গান শেষ হলে তাঁকে মূল মঞ্চে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী। বললেন,”কীর্তণ টা মানুষের ঘরে ঘরে ওই পৌঁছে দিয়েছে। আমরা খুব খুশি মানুষ এটা ভালোভাবে নিয়েছে।” অদিতির গানের পর অবশ্য আদত গায়ক ইন্দ্রনীল সেন ও গান গাইলেন। তিনি গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া পুজোর গান।