Date : 2024-04-18

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকালে পৌঁছাবেন কৃষ্ণনগর।

সঞ্জু সুর, সাংবাদিক : মঙ্গলবার নদিয়া যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জেলা সফরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দূর্গাপুজোর পর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেটা ছিল বিসর্জন কে কেন্দ্র করে হরপা বানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে। সেই দফায় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সভা তিনি করেন নি। এবার কালীপুজো, ছট্ পুজো ইত্যাদি মিটে যাওয়ার পর আবার জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের নদীয়া জেলা থেকেই তাঁর এই জেলা সফর শুরু হচ্ছে। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে তিনি পৌঁছাবেন কৃষ্ণনগর। সেখানে বুধবার কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজ ময়দানে একটি রাজনৈতিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এবার থেকে জেলা সফরে প্রশাসনিক কাজের পাশাপাশি তাঁর দলের জেলা নেতাদের ও কর্মিদের নিয়ে সভা করবেন তিনি। মূলতঃ পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মিদের বার্তা দেওয়ার জন্য‌ই নেত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই মত তৃণমূলের শীর্ষ নেতাদের। এর আগে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বাঁকুড়া, বর্ধমান সহ প্রতিটি জেলা সফরেই তিনি এই ধারা বজায় রেখেছেন। ৯ নভেম্বরের রাজনৈতিক সভার পর ১০ তারিখ নদীয়া জেলার রানাঘাটের ছাতিমতলা আমবাগানের মাঠে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে জেলার সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের খতিয়ান নেওয়ার পাশাপাশি ‘দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির অগ্রগতির বিষয়েও খোঁজ খবর নেবেন তিনি। পাশাপাশি প্রশাসন সূত্রে খবর, নদীয়ার এই বৈঠক থেকেই হুগলী নদীতে ২২ টি ভেসেল পরিষেবার সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। ১০ তারিখেই তিনি কলকাতা ফিরবেন।