Date : 2024-04-23

আজ চেন্নাই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের আমন্ত্রণেই মুখ্যমন্ত্রীর চেন্নাই সফর।

সঞ্জু সুর,সাংবাদিক:- দুই দিনের ঝটিকা সফরে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালের বিমানে চেন্নাই পৌঁছাবেন তিনি। এদিন সন্ধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা।

কয়েকদিন আগে কালী পুজোর দিন সস্ত্রীক মুখ্যমন্ত্রীর বাড়ি পুজোয় উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। রাজ্যপালকে নিজের বাড়ি ঘুরিয়ে দেখান মুখ্যমন্ত্রী। অত ছোটো টালির চালের বাড়ি দেখে নিজের বিষ্ময় চেপে রাখেন নি রাজ্যপাল। এদিকে তারপরপরই জানা যায় রাজ্যপাল তাঁর বাড়ির একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেন্নাই যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার চেন্নাইতে হবে এই অনুষ্ঠান। এদিকে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, বুধবার চেন্নাই পৌঁছানোর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন এর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাৎকারটিকে একেবারেই সৌজন্য সাক্ষাৎ বলে বলা হচ্ছে, তবে বিজেপি বিরোধী দুই রাজনৈতিক দলের প্রধাণ যখন কোনো এক জায়গায় সাক্ষাৎ করেন তখন সেটা আর শুধু সৌজন্য সাক্ষাৎ থাকে না বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার সমাবেশে এসে ভাষণ‌ও দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করেন এম কে স্তালিন। সৌজন্য সাক্ষাতের আবহে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সেই সম্পর্ক আরো একবার ঝালিয়ে নেওয়া বলেই মনে করা হচ্ছে।