Date : 2024-04-27

শীতের পোশাকে সেজে উঠেছে ওয়েলিংটন

নাজিয়া রহমান, সাংবাদিক:-কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দোরগোড়ায় শীত। সকালের দিকে তাপমাত্রা কম থাকায় শীত শীত ভাব। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদও। কিন্তু শীত যে দোরগোড়ায় তার আভাস মিলবে ওয়েলিংটন গেলে। পাহাড় থেকে শীতের পসরা নিয়ে শহরে হাজির ভুটিয়ারা।

ভোর হলেই শীত শীত আমেজ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। এখনও পড়েনি জাঁকিয়ে শীত। তবে শীত যে আসন্ন তার প্রস্তুতি শুরু শহরজুড়ে। প্রতিবছরের ন্যায় এবারও শীতের গরম পোশাক নিয়ে পাহাড় থেকে সমতলে এসে হাজির ভুটিয়ারা। আধুনিক ডিজাইনের রঙবেরঙের নজর কাড়া পোশাকে সেজে উঠেছে ওয়েলিংটন চত্ত্বর । এখন সামান্য বিক্রি হলেও জাঁকিয়ে শীত পড়লে বিক্রি বাড়বে বলেই আশাবাদী বিক্রেতারা।

করোনা আবহে ব্যবসা অনেকটাই মার খেয়েছে। শীতের কলকাতায় এসেও লাভের অঙ্ক ছাড়াই ফিরতে হয়েছিল দেশে। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। করোনা নিয়ন্ত্রণে। কেটেছে মানুষের আতঙ্ক। তাই গত দু বছরের থেকে এবারের বিক্রি ভালো হবে বলেই আশাবাদী তারা। আর সেই লাভের আশায় ফের নানাধরণের গরম পোশাক নিয়ে এসেছেন পাহাড়ি বিক্রেতারা।