বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে খেলতে নামছে ফ্রান্স। পারফরমেন্সের বিচার গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে যা চমক দেখিয়েছে মরক্কো, তাতে কোনও ফলাফল হলেই অবাক হওয়ার কিছু নেই। কোনও চোটাঘাত না থাকায় চাপহীনভাবেই খেলতে নামছে দিদিয়ের দেশর ফ্রান্স। গত ম্যাচে থিও ফার্নান্দেজ যে ভুল টা করেছিলেন পেনাল্টি বক্সে ফাউল করার, তার পুনরাবৃত্তি চাইছেন না কোচ দিদিয়ের দেশঁবতাই বারংবার সেই ফুটেজ দেখিয়ে থিওকে পেনিট্রেটিভ জোনে ট্যাকেলের ক্ষেত্রে সংযত থাকতে বলেছেন তিনি। একঝলকে এবারে বিশ্বকাপে ফ্রান্স-
বিশ্বকাপে ফ্রান্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 গোলে জয়
ডেনমার্কের বিপক্ষে 2-1 গোলে জয়
তিউনিশিয়ার বিপক্ষে 0-1 গোলে হার
পোল্যান্ডকে শেষ ষোলোয় 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স
ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে 2-1 গোলে হারিয়েছে এমবাপেরা
রাইট ব্যাক পজিশনে বেঞ্জামিন পাভার্ডের পরিবর্তে নিজের জায়গা পাকা করে ফেলেছেন কুন্দে। ইংল্যান্ড ম্যাচে প্রথম থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকায় এমবাপে, জিরুদের আক্রমনের সামনে কার্যত নাকানি চোবানি খেতে হয় ইংরেজদের। সেমিফাইনালেও একই ছকে মরক্কোর রড সলিড ডিফেন্স ভাঙতে মুখিয়ে রয়েছে ফরাসিরা। দিদিয়ের দেশর যেদিন থেকে দলের দায়িত্ব নিয়েছেন, এরপর একটি ম্যাচেও রক্ষণাত্মক বা নেতিবাচক ফুটবল খেলেনি ফ্রান্স। ফলে মরক্কোর বিপক্ষে আক্রমনই যে তার অস্ত্র তা বলাই বাহুল্য। মরক্কোর ডিফেন্স ভাঙার জন্য অবশ্য বিভিন্ন ধরনের ফ্রি কিক এবং কর্ণার অনুশীলন করিয়েছেন দেশঁ। যাতে ডিফেন্সে চির ধরানো যায়। ত্রিফলা আক্রমনে থাকছেন জিরু,এমবাপে,গ্রিজম্যান। একঝলকে ফ্রান্সের সমভাব্য একাদশ।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ
ফর্মেশন – 4-3-2-1
জিরু
এমবাপে দেম্বেলে
গ্রিজম্যান র্যাবিয়ট চুয়ামেনি
উপামেকানো হার্নান্দেজ ভারানে কুন্দে
লরিস
মরক্কোর বিপক্ষে এক গোল করতে পারলেই বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে পাঁচ গোল করে ফেলবেন জিরু। এমবাপ্পেও বিশ্বকাপের যে দশটি ম্যাচে শুরু করেছেন, সব কটিতেই জিতেছে ফরাসিরা। এদিকে ফ্রান্সের বিপক্ষে নিজেদের কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে মরক্কোর বুফল, জিয়েচ, হাকিমিরা। পরিসংখ্যানে প্রতি ম্যাচেই এগিয়ে থেকে শুরু করেছে মরক্কোর প্রতিপক্ষ দল। সে বেলজিয়াম হোক বা স্পেন, কিংবা ক্রোয়েশিয়া। কিন্তু প্রতিবারই ফুটবলবিশ্বকে চমকে অঘটনকে ঘটনার রুপান্তরিত করেছেন আশরাফ হাকিমিরা। আর একটা ম্যাচ। তারপরই সেই ফাইনাল। এখন থেকেই সোনার ট্রফির গন্ধ পাওয়া শুরু করে দিয়েছেন হাকিমি জিয়েচরা। বিশ্বকাপের সব থেকে শক্তিশালি আক্রমনের বিপক্ষে সবথেকে শক্তিশালি ডিফেন্সের লড়াই দেখা যাবে বুধবার রাতে। একঝলকে বিশ্বকাপে মরক্কোর পারফরমেন্স-
বিশ্বকাপে মরক্কো
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মরক্কো
দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে 2-0 গোলে হারায় হামিক জিয়েচরা
তৃতীয় ম্যাচে কানাডাকে 2-1 গোলে হারায় মরক্কো
স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় এসেছে মরক্কো
কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে 1-0 হারিয়েছে মরক্কো
বিশ্বকাপে মরক্কোর পারফরমেন্স অনেকটাই মনে করাচ্ছে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমার ডায়লগকে। যেখানে নায়ক বলেছিলেন, হাম জিন জিনকো মারে থেক, ও ভি স। ডন হি থেব মরক্কো কোচও ফ্রান্সের বিপক্ষে নামার আগে ফুটবলারদের মোটিভেট করার জন্যে এই সংলাপই হয়ত মনে করিয়ে দিচ্ছেন। কারণ বিশ্বকাপে তাদের ধাক্কায় ছিটকে গেছে বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো হেভিওয়েটরা। কার্ড সমস্যায় এই ম্যাচে রেগরাগুই পাবেন না স্ট্রাইকার ছেদেইরাকে। রোমান সাইসও হ্যমস্ট্রিংয়ে চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত। ডিফেন্সে আসছে এল ইয়ামিক। নতুন করে এখন ফুটবলারদের অনুশীলন করানোর কিছুই নেই। বরং ইউরোপিয়ান শক্তির বিপক্ষে তাঁদের লড়াইয়ের গল্প শুনিয়েই ফুটবলারদের থেকে সেরাটা বার করে আনতে চাইছেন মরক্কোর স্বপ্নের ফেরিওয়ালা ওয়ালিদ রেগরাগুই। মরক্কোর সমভাব্য একাদশ এরকম-
মরক্কোর সম্ভাব্য একাদশ-
ফর্মেশন 4-3-3
বুফল এন নেসরি জিয়েচ
সেলিম আমরাবত উনাহি
মাজরাউই এল ইয়ামিক আগুয়ার্ড হাকিমি
বোনো
সেমিফাইনালে যেমন আন্ডারডগ হিসেবে শুরু করে মরক্কো। তেমন পরিসংখ্যানের খাতাতেও পিছিয়ে রয়েছে তারা। এগিয়ে রয়েছে প্লাতিনি, জিদানের দেশই।
ফ্রান্স বনাম মরক্কো
হেড টু হেড
ম্যাচ 11
ফ্রান্স জিতেছে 7টি
মরক্কো জিতেছে 1টি
ড্র হয়েছে 3টি
2007 সালে শেষ বারের সাক্ষাৎ-এ 2-2 গোলে ম্যাচ ড্র করে দুই দল
অতীতে কোনওদিন ফিফার মেগা প্রতিযোগিতায় মুখোমুখি হয়নি ফ্রান্স-মরক্কো
ইতিহাস কি বদলাতে পারবেন হাকিম জিয়েচ, আশরাফ হাকিমিরা। নাকি 1962 সালের ব্রাজিলের পর টানা দুবার বিশ্বকাপ জয়ের দিকে এক ধাপ এগোবে ফ্রান্স, উত্তর দেবে সময়।