রাকেশ নস্কর, সাংবাদিক : সত্যজিত রায়ের গল্প অবলম্বনে বড় পর্দায় আসছে গোয়েন্দা কাহিনী হত্যাপুরী। ছবির পরিচালনা করেছেন সন্দীপ রায়। ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, লালমহনবাবুর ভূমিকায় অভিজিত্ গুহ, তপশের ভূমিকায় আয়ুষ দাস। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি কলকাতায় সেই ছবির ট্রেলার লঞ্চের আয়োজন করা হয়েছিল। যেখানে সামিল ছিলেন ছবির প্রধান কলাকুশলীরা। সেখানে এসে ছবির বিষয় কথা বললেন তাঁরা ।
ছবির বিষয় কথা বলতে গিয়ে পরিচালক সন্দীপ রায় জানালেন , এবারের ছবিতে ফেলুদা মোবাইল ফোনের ব্যবহার করবেন। সব সময় না হলেও। যখন প্রয়োজন পরবে তখনই মোবাইলের ব্যবহার করার বিষয় রয়েছে।
অন্যদিকে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান, “যে কোনও চরিত্রে অভিনয় করতে গেলে হোমওয়ার্ক করতে হয়। আর যখন সেটা ফেলুদার মত একজন চরিত্র তখন অবশ্যই নিজেকে অনেকটা গুছিয়ে নিতে হয়েছে”।
২৩ ডিসেম্বর মুক্তি পাবে হত্যাপুরী। ফেলুদার চরিত্রে প্রথমবার ইন্দ্রনীল সেনগুপ্ত। ফেলুদা হিসেবে দর্শকদের কতটা মন জয় করবে এই নতুন ফেলুদা। সেটাই দেখার ।