শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: ৬ ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে এক কলঙ্কময় দিন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়। বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর কেটে গেছে। দেশজুড়ে বিজেপির সাম্প্রদায়িক বিভেদ বিদ্বেষের রাজনীতি সহ সমস্ত ধরনের মৌলবাদী কার্যকলাপ আরও বেড়েছে। এই সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদে কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে ৬ ডিসেম্বর মঙ্গলবার পার্কসার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পার্কসার্কাস জমায়েত হয় তারপর পার্কসার্কাস থেকে মিছিল শুরু হয়ে মল্লিকবাজার – এ জি সি বোস রোড – মৌলালি – শিয়ালদা ফ্লায়ওভার হয়ে রাজাবাজার এ মিছিলটি শেষ হয়। মিছিলে পা মেলান বাম নেতা সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ শীর্ষ নেতৃত্বরা। এই মিছিলে বুদ্ধিজীবীরাও পা মেলান। মিছিলের প্রথম সারিতে তাদের দেখা যায়। এদিন মহম্মদ সেলিম বলেন দেশের ইতিহাসকে বিকৃত করছে আর এস এস- বিজেপি। তাই তাদের অপচেষ্টা রুখতে হবে। এই মিছিল সম্প্রীতির মিছিল। তিনি আরও বলেন দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতার আদর্শকে রক্ষা করতে একজোট হতে হবে। সংবিধান, ঐক্যের জন্যে আমরা রাস্তায় আছি। থাকবো। পাশাপাশি মেডিক্যাল কলেজের ইলেকশন নিয়ে সরব হন মহম্মদ সেলিম। তিনি মিছিলের শেষে জানান স্বাস্থ্য পরিষেবা ব্যাহত। হাসপাতালে মানুষের চিকিৎসা হচ্ছে না।