Date : 2024-04-29

কাতার বিশ্বকাপ যুদ্ধের সন্ধিক্ষণে এসে দাঁড় করিয়েছে দুই ফুটবলার আসরাফ হাকিমি এবং কিলিয়ান এমবাপেকে

কাতার বিশ্বকাপ যুদ্ধের সন্ধিক্ষণে এসে দাঁড় করিয়েছে দুই ফুটবলার আসরাফ হাকিমি এবং কিলিয়ান এমবাপেকে। বর্তমান ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ স্ট্রাইকারদের মধ্যে অন্যতম সেরা নামই হচ্ছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে চলতি বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালি ডিফেন্স মরক্কোর। আর সেই দলেই রয়েছেন কিলিয়ান এমবাপের ক্লাব ফুটবলের সতীর্থ আশরাফ হাকিমি। বরাবরই বাম প্রান্ত বরাবর আক্রমন করতে পছন্দ করে থাকেন এমবাপে। তবে মরক্কোর বিপক্ষে গোল করতে গেলে এমবাপেকে টপকে যেতে হবে মরক্কোর রাইট ব্যাকে থাকা তার সতীর্থ আশরাফ হাকিমিকে, যিনি একই সঙ্গে খেলেন প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবে। ফলে যেই দেশে ক্লাব ফুটবল খেলেন হাকিমি, সেই দেশকেই বিশ্বকাপে আটকে দেওয়ার লড়াইয়ে নামছেন মরক্কোর এই তারকা ডিফেন্ডার। কাতারে অনেকটা ঘরের মাঠের মতোই এতদিন সমর্থন পেয়েছে মরক্কো। যা তাদের সুবিধাই করেছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা অনেক বেশি শক্তিশালি। বেলজিয়াম, স্পেন বা পর্তুগালের থেকেও অনেক বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে দিদিয়ের দেশর দল। ফলে কাজটা যথেষ্টই কঠিন হতে চলেছে হাকিমিদের কাছে। অন্যদিকে এমন একটি দল, যাদের বিপক্ষে কোনও প্রতিপক্ষ দলই গোলে বল ঠেলতে পারেননি তাদের বিপক্ষে গোল করাও যথেষ্ট কষ্টসাধ্য কাজ হতে চলেছে গোল্ডেন বুটের দৌড়ে থাকা 23 বছর বয়সি কিলিয়ান এমবাপের।
একঝলকে এমবাপে – হাকিমি
দুই ফুটবলারই 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জেতার কয়েকদিন পরেই জন্মগ্রহণ করেন
2021 সাল থেকে প্যারিস সেন্ট জার্মেইনে খেলছেন এমবাপে এবং হাকিমি
দুই ফুটবলারই এখনও পর্যন্ত বিশ্বকাপে লেটার মার্কসই পেয়েছেন

ফলে বুধবারের মধ্যরাতই স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাবে একজন। অপরজন স্বপ্নভঙ্গ হয়ে বিশ্বফুটবলের সর্বোচ্চ মঞ্চ থেকে ফিরে যাবে। দুই সতীর্থ যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না তা বলাই বাহুল্য। শেষ হাসি কে হাসে, তার উত্তর অবশ্য মিলবে বুধবার রাতেই।