শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- কলকাতায় জনসংযোগ ও গণ সংগ্রহ কর্মসূচিতে ভালো সাড়া পাচ্ছে সিপিআইএম। ২০২২ – এর ১০ই ডিসেম্বর থেকে কলকাতার বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি নিয়েছে পার্টি কলকাতা জেলা কমিটি। চলবে ২০২৩ এর ৩০ জানুয়ারি পর্যন্ত। এলাকায় এলাকায় পার্টি কর্মী ও সমর্থকদের সাথে নেতারাও ধারাবাহিক ভাবে কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন। এর আগে আমরা দেখেছি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রাস্তায় নেমে মানুষের কাছে গিয়ে কথা বলতে, সমস্যা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি অর্থ সংগ্রহ করেছেন।
মধ্য কলকাতার ৬৩ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ ও গণসংগ্রহ কর্মসূচি করা হল। এদিন জনসংযোগ কর্মসূচিতে পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র এবং ডাক্তার ফুয়াদ হালিম এর উপস্থিতি ছিল। ছিলেন অন্যান্য নেতৃবৃন্দরা। পঞ্চায়েত নির্বাচনের আগেই মানুষের কাছে পৌঁছানোয় লক্ষ্য বামেদের।