Date : 2024-04-19

পরীক্ষাহলে পরীক্ষার্থীদের শান্ত থাকতে হবে, নির্দেশিকা জারি করে এমনই বার্তা পর্ষদের।

নাজিয়া রহমান, সাংবাদিক : মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কড়া মনোভাব মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষাহলে পরীক্ষার্থীদের শান্ত থাকতে হবে, নির্দেশিকা জারি করে এমনই বার্তা পর্ষদের। কোনও পরীক্ষাহলে ভাঙচুর বা গোলমালের মত ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেবে পর্ষদ। কোনও পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজাল্ট পর্যন্ত আটকে দেওয়া হতে পারে। অভিযুক্ত পরীক্ষার্থী ততক্ষণ পর্যন্ত রেজাল্ট পাবে না, যতক্ষণ না সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের অফিসার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার ও অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার ছাড়পত্র দিচ্ছেন। এই কড়া পদক্ষেপের পিছনে মূল কারনই হল ছাত্রছাত্রীদের কোনওরকম ক্ষোভ-বিক্ষোভে না গিয়ে শান্ত মনে পরীক্ষায় মনোনিবেশ করুক এটাই পর্ষদের উদ্দেশ্য।

২০২৩সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ৪মার্চ পর্যন্ত। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে করানোই পর্ষদের প্রধান চ্যালেঞ্জ।  তাই চলতি বছরের মাধ্যমিক নিয়ে আগের থেকেও অনেক তীক্ষ নজর দিতে চান পর্ষদ কর্তারা। কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার আয়োজন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে পর্ষদকে। এবার যাতে তেমন কোনও অভিযোগ না ওঠে তাই মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেই সমস্ত ক্ষেত্র পর্যালোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন এবং প্রযুক্তি— দু’টি বিষয়কেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই সিদ্ধান্ত কার্যকর করতে নানাবিধ কড়া ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।