Date : 2024-04-19

মাঘ মাসে শীত ফেরার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা পূর্ভাবাস হাওয়া অফিসের।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- কলকাতা সহ গোটা বাংলায় শীত কার্যত উধাও। মকর সংক্রান্তি পর যদিও ঠাণ্ডা আবারও আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা। তাই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। তবে আগামী সোমবার থেকেই ফের সামান্য নামবে তাপমাত্রার পারদ।

সোমবার পড়ছে মাঘ মাসের পয়লা তারিখ। মাঘ মাস থেকে ঠাণ্ডা পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু এর মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাল আবহাওয়া দফতর। হাওয়া অফিস যেটা জানিয়েছে, বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলি হল, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও দার্জিলিং। তবে দার্জিলিংয়ে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এই কারণেই মূলত বৃষ্টি হবে। কলকাতা-সহ উপকূলের জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবারও ঘন কুয়াশার দাপট আপাতত বজায় ছিল।