Date : 2024-05-08

নিরাপত্তা জোরদারে মাধ্যমিকে অ্যাপ চালুর সিদ্ধান্ত।

নাজিয়া রহমান, সাংবাদিক : এবার মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে ‘রিয়াল টাইম অ্যাপ’ চালুর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই অ্যাপের মাধ্যমে ভেনু সুপারভাইজারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন পর্ষদ কর্তারা। এই অ্যাপের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করবেন তারা। এমনটাই পর্ষদ সূত্রে খবর। অতীতে মধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ সহ নানাবিধ করণের জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্ষদকে। এবার অভিযোগ এড়াতে সব আঁটঘাট বেঁধে ময়দানে নামতে চান আধিকারিকেরা। তাই প্রশাসন এবং প্রযুক্তি— দু’টি বিষয়কেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ‘রিয়াল টাইম অ্যাপ’ চালুর সিদ্ধান্তও তার অন্যতম বলে মত শিক্ষকমহলের একাংশের।

২০২৩সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ৪মার্চ পর্যন্ত। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে করানোই পর্ষদের প্রধান চ্যালেঞ্জ।  তাই চলতি বছরের মাধ্যমিক নিয়ে আগের থেকেও অনেক তীক্ষ নজর দিতে চান পর্ষদ কর্তারা। মাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কোনও পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগে পরীক্ষা শেষ করে হল থেকে বের হতে চাইলে সংশ্লিষ্ট সেই পরীক্ষার্থীকে উত্তরপত্রের সঙ্গে তার প্রশ্নপত্রটিও জমা দিতে হবে। পরে ওই পরীক্ষার্থীটি সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে নিজের প্রশ্ন সংগ্রহ করতে পারবে। এই মর্মে দ্রুত নির্দেশিকাও জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।সম্প্রতি কড়া নিরাপত্তার মধ্যেও পরীক্ষা শুরুর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএড এর প্রশ্ন সোস্যাল সাইটে ভাইরাল হওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক ছড়ায়। মাধ্যমিকের ক্ষেত্রে যাতে এমন বিতর্ক না ছাড়াই সে নিয়ে সজাগ পর্ষদ কর্তৃপক্ষ।