Date : 2024-04-25

অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার ১


সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: বিহারের ব্যবসায়ীকে অপহরণ। ময়দান থানায় অভিযোগ দায়ের। ১০ লক্ষ টাকা মুক্তিপণের পাওয়ার পরেও টাকার দাবি অপহৃতের। সোমবার গভীর রাতে গ্রেফতার মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। পলাতক অপর অভিযুক্ত।গত ৪ তারিখ ময়দান থানা এলাকা থেকে অপহরণ করা হয় বিহারের ব্যবসায়ী রাজেশ রায়কে। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ১০ লক্ষ টাকা। এরপরই ময়দান থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার। টাকা দেওয়ার পরেও ব্যবসায়ীকে মারধর করা হয়। চাওয়া হয় আরও টাকা। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা।

পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এজেসি বোস রোডের নোনাপুকুর ট্রাম ডিপোর উল্টোদিক থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শেখ সেলিমকে। পালিয়ে যায় অপর অভিযুক্ত। এরপর কসবার আর কে চ্যাটার্জী রোডের একটি বহুতল আবাসনের এ ব্লকের ৪ তলার ৬ নম্বর ঘর থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। রাজেশ ও সেলিম উভয়েই বিহারের বাসিন্দা ও পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গেছে। রাজেশের থেকে সেলিম ১৮ লক্ষ টাকা পেত বলে প্রাথমিক জেরায় জানিয়েছে অভিযুক্ত। সেই টাকা না পাওয়ায় এই অপহরণ বলে দাবি অভিযুক্তের। তবে এই বয়ান খতিয়ে দেখছে পুলিশ। বিহারের বাসিন্দা হলেও বর্তমানে কড়েয়ায় ফ্ল্যাট নিয়ে থাকে সেলিম। তাঁর অপর একটি ফ্ল্যাট রয়েছে কসবায়, যেখানে রাজেশকে আটক করে রাখা হয়েছিল। সেলিমের বিরুদ্ধে চাকরি প্রতারণার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অপহরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।