Date : 2024-04-17

এবার ফেসপ্যাকেও কুমড়ো! আজই বানিয়ে নিন নতুন এই ফেসপ্যাক

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ কুমড়ো মানেই ছোলা দিয়ে ছক্কা কিংবা মাছের মাথা দিয়ে তরকারি অথবা পাঁচমিশালী ঘ্যাঁট বা আলু দিয়ে তরকারি৷ কিন্তু সেই কুমড়োই কাজে লাগে রুপচর্চায়! ফেসপ্যাক হিসাবে কুমড়োর অবদান জানেন!

কুমড়োর ফেসপ্যাক মূলত ভিটামিন সি সমৃদ্ধ হয়। এই ভিটামিন সি ত্বকের কোলাজেন নামের প্রোটিন উৎপাদনে সাহায্য করে যা বলিরেখা, সূক্ষ্মরেখা প্রতিরোধে সাহায্য করে। আপনি কুমড়োর ময়েশ্চারাইজারও বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন।

ত্বকে কুমড়োর ফেসপ্যাক মাখলে আপনি দারুণ উপকার পাবেন। বিশেষত, আপনার যদি ত্বকের কোনও সমস্যা থাকে, সেক্ষেত্রে কুমড়োর ফেসপ্যাক দারুণ উপযোগী। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন এই অভিনব ফেসপ্যাক

প্রথমে বানিয়ে নিন কুমড়োর পিউরি । এবার এতে এক চিমটি হলুদ এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন চাইলে দিতে পারেন এলোভেরা জেলও। এবার মুখ ভালো করে ধুয়ে নিন শুকনো মুখের উপর লাগান। মিনিট পনেরো রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলবেন। এই ফেসপ্যাক ত্বকের জমে থাকা সমস্ত ময়লাকে দূর করে দেবে।