Date : 2024-04-23

মিড ডে মিল পরিদর্শন শিক্ষা দফতরের

নাজিয়া রহমান, সাংবাদিক : ২০জানুয়ারি কেন্দ্রীয় দল আসছে এরাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের পরিদর্শনে। তার আগে মিড ডে নিয়ে স্কুল ভিজিটে নামল শিক্ষা দফতর। ডিআই ও এসআই দের উপর পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিড ডে মিলে টিকটিকি, সাপের মত বিষাক্ত সরীসৃপ পাওয়ার অভিযোগের পর নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। কেন্দ্রীয় দল আসার আগেই মিড ডে মিল নিয়ে স্কুলগুলিতে নজরদারি চালানোর সিদ্ধান্ত শিক্ষা দফতরের। ডিআই এসআই রা পরিদর্শন করবেন। পরিদর্শক দল যেগুলি মূলত দেখবেন সেগুলি হল,স্কুল চত্ত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে।মিড ডে মিল রান্নার ঘর, ডাইনিং এর সঠিক হাইজিন মানা হচ্ছে কিনা।মিড ডে মিলের স্টোর রুম পরিষ্কার সঠিক পরিষ্কার আছে কিনা।যাঁরা রান্না করবেন, নির্দিষ্ট ইউনিফর্ম পরছেন কিনা।খাদ্যের পুষ্টির গুন সঠিক মাত্রায় বজায় থাকছে কিনা। মিড ডে মিলের মেনু চার্ট ডিসপ্লে করতে হবে।

রাজ্যের প্রতিটি সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত সব স্কুলকে এই নিয়ম মেনে চলতে হবে। ১৬ জানুয়ারি থেকে শুরু হল পরিদর্শন। ১৯জানুয়ারির মধ্যে সব ভিজিড শেষ করতে হবে ডিআই,এসআই দের নির্দেশিকায় এমনই উল্লেখ করা আছে।