Date : 2024-04-25

ট্রাফিকে শুরু “পিস কমিটি”

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক ঃ- প্রতিদিন প্রতিনিয়ত রাস্তায় ঘটে চলেছে নানান সমস্যা। এলাকা ভিত্তিক মানুষের নানান সমস্যা সমাধানের লক্ষ্যে ট্রাফিকে এবার শুরু হতে চলেছে “পিস কমিটি”।
রাস্তায় কখনও জ্যামের সমস্যা তো কখনও পার্কিং নিয়ে সমস্যা। বাজার এলাকায় ট্রাফিকের এক রকম সমস্যা তো বসতি এলাকায় আর এক রকম সমস্যা। বিভিন্ন রকমের সমস্যা নিয়ে প্রতিনিয়ত কালঘাম ছোটে ট্রাফিক কর্তাদের। সমস্যার সাময়িক সমাধান হলেও অদূর ভবিষ্যতে পাকাপাকি সমাধান মেলে না অনেক সময়েই। ট্রাফিকের তরফ থেকে একাধিক কার্যকরী পদক্ষেপ নেওয়া হলেও সেগুলির মাধ্যমে সুরাহা পাওয়া কঠিন হয়ে পড়ে। মানুষের সঙ্গে পুলিশ কর্মীদের জনসংযোগ বাড়ানোর ফলে অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে মনে করছেন ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা। আর তাই পাইলট প্রকল্প হিসেবে মেটিয়াব্রুজ ট্রাফিক গার্ডে তৈরি হতে চলেছে “পিস কমিটি”। ইতিমধ্যেই প্রাথমিক স্তরের আলোচনা হয়ে গেছে এলাকার মানুষদের সঙ্গে। এই কমিটির শীর্ষে থাকছেন গার্ডের ওসি। এলাকা ভিত্তিক ট্রাফিকের নানান সমস্যা, সুযোগ- সুবিধা নিয়ে তিনি প্রতি নিয়ত এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন, যোগাযোগ রাখবেন। সমস্যার সমাধান কিভাবে সম্ভব তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করা হবে। কলকাতা পুলিশে নতুন করে অন্তর্ভুক্ত এলাকা গুলির মধ্যে মেটিয়াব্রুজ ট্রাফিক গার্ড অত্যন্ত ঘিঞ্জি এলাকায়। বিভিন্ন রকম ট্রাফিক সমস্যা রয়েছে এই এলাকায়। তাই এই গার্ডকে পাইলট হিসেবে বেছে নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। আগামী দিনে কলকাতা ট্রাফিক পুলিশের মোট ২৫ টি গার্ডের মধ্যে ট্রাফিক বিভাগের দক্ষিণ শাখার শাখার অধীনে থাকা মোট ১০ টি ট্রাফিক গার্ডেই শুরু হবে ট্রাফিকের “পিস কমিটি”। মূলত পুলিশের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ ও সমস্যা গুলি খোলা- খুলি আলোচনার লক্ষ্যেই এই কমিটি গঠন বলে পুলিশ সূত্রে জানা গেছে।