সুচারু মিত্র সাংবাদিক : সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে একদিকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস দিদির দূত নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। তখনই রাজ্য বিজেপির যুব মোর্চা নামতে চলেছে গ্রাম সম্পর্ক অভিযানে।
27 শে ফেব্রুয়ারি থেকে আগামী এক মাস ব্যাপী গ্রাম সম্পর্ক অভিযান করতে চলেছে যুব মোর্চা. গ্রামের মানুষের কাছে নিবিড় জনসংযোগ করাই এখন বিজেপির লক্ষ্য, আর সেই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথাই শুনবে বিজেপির যুব মোর্চা। আবাস যোজনা থেকে গ্রাম স্তরে উন্নয়ন কোন পর্যায়ে? সবকিছুর তথ্য নিয়ে তা লিপিবদ্ধ করবে যুব মোর্চার নেতারা। যুব মোর্চার এই কর্মসূচিকে সাহস দিতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় নেতারাও। প্রাথমিক পর্যায়ে ঠিক হয়েছে পশ্চিমবঙ্গের 250 টি গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান হবে। গ্রামে মিছিল করা থেকে শুরু করে রাত্রি যাপন এবং গ্রামবাসীর বাড়িতেই ভোজন, এই আদব কায়দাতে পশ্চিমবঙ্গবাসীর মন পাওয়ার চেষ্টা করছে বিজেপি।