শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- ট্রাম, কথাটার মধ্যেই নস্টালজিয়া। যা অতীত হতে চলেছে। অত্যাধুনিক এর টানাপোড়েনের জেরে হারিয়ে যেতে বসেছে ট্রাম। শুক্রবার দেড়শো বছরে পা রাখলো কলকাতার ট্রাম। কলকাতায় হাতে গোনা কয়েকটি ট্রাম রুট রয়েছে। যা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তারই মাঝে ট্রামের দেড়শো বছর উদযাপন করতে খামতি রাখছে না উৎসাহীরা। সপ্তাহব্যাপী ট্রাম কার্নিভালের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করার পরিকল্পনা করা হয়েছে। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী। সব কিছু দামের পাশাপাশি গণ পরিবহনের ক্ষেত্রে টিকিটের দাম যেভাবে বেড়েছে তাতে আরও নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু কম খরচে পরিবেশ বান্ধব যান হলো একমাত্র ট্রাম। যার ন্যূনতম ভাড়া ৬ টাকা। এই শহরে ১৫০ বছর ধরে ট্রামের অস্তিত্বর ঐতিহ্যকে স্মরণ করাও উৎসবের অন্যতম অঙ্গ। সার্ধশতবর্ষের ট্রাম যাত্রায় আগামী রবিবার থাকছে বিশেষ ট্রাম প্যারেড। ট্রাম কে নানান ভাবে সাজিয়ে সামিল করা হবে প্যারেডে।
ট্রাম রক্ষার জন্যে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে। ট্রাম বাঁচাও নিয়ে আন্দোলন হচ্ছে। কলকাতার বুকে ট্রাম কে নতুন আঙ্গিকে সাজিয়ে রাখা হয়েছে, যেমন ট্রাম ক্যাফে উইথ মিউজিয়াম, বাবুঘাটে ট্রাম বগিতে চায়ের দোকানও করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে ট্রাম কি ধীরে ধীরে ইতিহাসে পরিণত হবে, যাকে খুঁজে পাওয়া যাবে বইয়ের পাতায়, মিউজিয়াম এ। নাকি, ওই দেখো ট্রাম যাচ্ছে বলতে পারবো!