Date : 2024-03-29

সীমান্তবর্তী গ্রামে নজর বিজেপি যুব মোর্চার, আন্দোলনের নয়া পরিকল্পনা।

সুচারু মিত্র সাংবাদিক : পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই গ্রামের ভোটের দিকে নজর বিজেপির। আর এবার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা গুলোতে নজর দিচ্ছে রাজ্য বিজেপি। মাঠে নেমে পড়েছে বিজেপির যুব সংগঠন যুব মোর্চা।

সম্প্রতি রাজ্যের সীমান্তবর্তী প্রায় ৮২ টি গ্রামে সমীক্ষা চালিয়েছে বিজেপির যুব মোর্চা। সীমান্ত সমস্যার বিষয়গুলিকে জেনে সেগুলোকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করাই এখন বিজেপির মূল লক্ষ্য।

একদিকে গরু পাচার ,অন্যদিকে অনুপ্রবেশ, এছাড়াও কেন্দ্রীয় আবাস যোজনা না পাওয়া সীমান্তবর্তী মানুষের কাছ থেকে নানা তথ্য সংগ্রহ করেছে বিজেপির যুব মোর্চা। আর তা নিয়ে ইতিমধ্যেই ৭২ পাতার বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠানো হয়েছে। যুব মোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে সীমান্তবর্তী গ্রাম গুলোতে এবার প্রচারে জোর দিতে হবে। বঞ্চিত মানুষের কথা তুলে ধরে আন্দোলনে নামতে হবে। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকা নিয়ে প্রচারের রূপরেখা তৈরি করে ফেলেছেন। এমনকি কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে সমাবেশেরও পরিকল্পনা রয়েছে সীমান্তবর্তী এলাকাতে।