Date : 2024-04-19

বইমেলায় বই-তরণী নিয়ে গোপেশ্বর চক্রবর্তী

নাজিয়া রহমান, সাংবাদিক ঃ নতুন ছাপার গন্ধমাখা বই হোক কিম্বা পাতা ঝরঝরে হয়ে যাওয়া পুরনো বই সবই নিজের হাতে মলাট দিয়ে বেঁধেদেন গোপেশ্বর চক্রবর্তী। তাঁর এই অসীম প্রয়াসের কাছে হার মানে ই-বুকের মত আধুনিক প্রযুক্তিও।

বইমেলা যেমন মিলনক্ষেত্র তেমনই উপার্জন ক্ষেত্রেও। একদল মানুষ বই বিক্রেতা আর একদল ক্রেতা। তবে এদের মাঝে রয়েছেন গোপেশ্বর চক্রবর্তী। ৬০ উর্ধ্ব এই ব্যক্তি প্রতিবছর বইমেলায় আসেন নতুন বই চিরনতুন করতে। বইয়ে মলাট দেওয়া তার কাজ। তরুন বয়সে গোপেশ্বরবাবু কলেজ স্ট্রীটে এক প্রকাশনালয়ে কাজ করতেন। কিন্তু প্রকাশনালয়ের মালিকের মৃত্যুর পর তাঁর জীবনে নেমে আসে ঘোর সঙ্কট। তখন সংসার চালানো বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে তাঁর কাছে। বই তাঁর খুব প্রিয় বস্তু। সেই বইকেই নিজের রুজিরুটির মাধ্যম হিসেবে বেছে নিলেন। তবে বই বিক্রি নয়। বইয়ে মলাট দেওয়া পেশায় নিজেকে নিযুক্ত করেন তিনি। এখন সেই পেশা তাঁর ভালো লাগাও হয়ে গেছে। বারুইপুরের বাসিন্দা গোপেশ্বরবাবু প্রতিবছর বইমেলায় আসেন। বইপ্রেমী মানুষেরা বই টেকসই করতে তাঁর কাছে নতুন বইয়ের উপর মলাট বাঁধিয় নেন।

বইমেলার মাঠে একটি প্লাস্টিক বিছিয়ে সাদা সেলোফিন পেপার দিয়ে নতুন বইয়ে মলাট বেঁধে দেন তিনি। এই কাজে তাঁকে সাহায্য করেন তাঁর ছোটো ভাই। দিন দিন বয়স বাড়লেও কাজের প্রতি রয়েছে গোপেশ্বরবাবুর তারুণ্যের ইচ্ছাশক্তি। যা তাঁর কাজে প্রতিনিয়ত প্রাণ সঞ্চার করে।