Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • গাজীপুরসহ বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
  • ট্রাম্পের রোষের মুখে বাইডেন ঘনিষ্ঠেরা। আমেরিকার একাধিক প্রাক্তন সরকারি আধিকারিকের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার কেড়ে নিচ্ছেন ট্রাম্প। তালিকায় রয়েছেন প্রাক্তন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও। জ্যাক সুলিভানের কাছ থেকেও নিরাপত্তার তথ্য পাওয়ার ছাড়পত্র প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। তিনি বাইডেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।
  • স্মৃতি আগলে জন্মদিন পালন আরজি করে নিহত চিকিৎসকের। বিচারের দাবিতে ফের পথে নামবেন তাঁর মা-বাবা। সোদপুরে জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিকেও যাবেন তাঁরা। কলেজ স্কোয়ার থেকে আরজি কর পর্যন্ত রয়েছে মৌন মিছিল।
  • নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গত শুক্রবার ওই কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল নিউ টাউনের একটি জঙ্গল এলাকা থেকে। রবিবার এই ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করল পুলিশ।
  • গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মহান্তি। সিরোসিস অফ লিভারে আক্রান্ত তিনি। ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে।
  • নারকেলডাঙা রেলকোর্য়ার্টার বস্তিতে ভয়াবহ আগুন। পুড়ে মৃত্যু হয়েছে এক জনের। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)। পুড়ে ছাই বহু ঝুপড়ি। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার অন্তত দু’ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দমকলের ১৬টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
  • দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করবে বিজেপি সরকার। দিল্লি জয়ের পর বিজয়ী ভাষণে জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। সমাজকর্মী অণ্ণা হজারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এত দিনে দুঃখ ঘুচল অণ্ণার।’ 
  • দিল্লির ভোটের ফলে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। ২০২৬-এ বাংলায়ও বদল হবে। তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির। আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফ কথা, দিল্লির ভোটের ফলাফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না।
  • ‘কংগ্রেস পরজীবী। এরা নিজেরা ডোবে সঙ্গীকে ডোবায়।’ কংগ্রেসকে ‘আরবান নকশাল’ বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। রাজধানীতে বিরাট ব্যবধানে জয়ের পর আপের সঙ্গে কংগ্রেসকেও তোপ নরেন্দ্র মোদীর।
  • দিল্লিতে বিরাট জয় বিজেপির। আম আদমি পার্টিকে ‘বেইমান’ বলে তুলোধোনা প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীর বার্তা, ‘শর্টকাটের রাজনীতি শর্ট সার্কিটের কবলে।’ জয়ের জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে দিল্লির বিজেপি সরকার।
  • দিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দিল্লিবাসীর এই রায় মেনে নিলাম। তবে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা রাহুল গান্ধীর। 
  • ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। এবার ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন। ছাত্রী ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল হবে। টয়লেটেও রাখা হবে বিশেষ নজর। প্রশ্নফাঁস ও টুকলি রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে।
  • New Date  
  • New Time  
মাধ্যমিকের আগে কর্মবিরতি কতটা প্রভাব ফেলবে প্রস্তুতিতে

20
February 2023

মাধ্যমিকের আগে কর্মবিরতি কতটা প্রভাব ফেলবে প্রস্তুতিতে

নাজিয়া রহমান, সাংবাদিক : ২৩ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। বকেয়া ডিএ মেটানোর দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। এই কর্মবিরতিতে সামিল হবার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারাও। এই কর্মবিরতি কতটা প্রভাব ফেলবে পরীক্ষার প্রস্তুতিতে?

বকেয়া ডিএ মেটানোর দাবিতে শহিদ মিনারে অবস্থান ও অনশনে সামিল সরকারি কর্মচারিরা। রাজ্য বাজেটে তিন শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি নন আন্দোলনকারীরা। তাই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ২০ ও ২১ ফেব্রুয়ারি দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। ২৩ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবে। রাজ্যের ২৮৬৭ কেন্দ্রে হবে পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে বদ্ধ পরিকর পর্ষদ। কিন্তু পরীক্ষার শুরুর দু দিন আগে কর্মবিরতি প্রভাব ফেলতে পারে কি পরীক্ষার প্রস্তুতিতে। কি মত শিক্ষক শিক্ষিকাদের? “বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক । এই কর্মবিরতির জন্য যেখানে সেন্টার বা ভ্যেনু সেখানে শিক্ষকরা যদি না আসেন তাহলে শেষ মূহুর্তের প্রস্তুতিতে সমস্যার হতে পারে। পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, শেষ মূহুর্তের কিছু নোটিশ থাকে। সেগুলোতে একটু সমস্যা হতে পারে। ওদিকে দেখলেও কিছু ন্যায্য দাবি। বৃহত্তর স্বার্থ। দুদিকেই দেখতে হবে। একদিকে ডিএ আর অন্যদিকে পড়ুয়াদের ভবিষ্যতের বিষয়। মোরাল সাপোর্টটা ডিএ র দিকে থাকলেও মাধ্যমিকের জন্য কাজ করবেন শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকরা নিজেরাই স্কুলে আসবেন বলে জানিয়েছেন।” টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা স্বগতা বসাক। অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাবন্ধু সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে, ” বঞ্চনাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে লাগাম ছাড়া। সরকারেরও তার কর্মচারীদের উপর দায়বদ্ধতা থাকে। কর্মচারীদের বঞ্চিত করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাবন্ধু সমিতি সহ একাধিক সংগঠন দুদিন নয়। একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে।”

যদিও ইতিমধ্যে সরকারি কর্মচারীদের এই কর্মসূচি নিয়ে বেশ কড়া নবান্ন। নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। ডি এ ইস্যুতে কাজে না এলে সংশ্লিষ্ট কর্মচারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নবান্ন। নির্দিষ্ট কারণ ছাড়া ওই দুদিন কাজে যোগ না দিলে কর্মজীবন থেকে একদিন ছেদ পড়তে পারে বলে বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন। যদিও নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে নারাজ সরকারি কর্মচারীরা। সম্পন্ন বকেয়া ডিএ না মেটা পর্যন্ত চলবে আন্দোলন বলে মত আন্দোলনকারীদের।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​