Date : 2024-04-19

“আমি ডাবল ইঞ্জিনের পক্ষে।” বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

সঞ্জু সুর, সাংবাদিক : সোমবার বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার উপর বিতর্ক শেষে জবাবি ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ডাবল ইঞ্জিনের পক্ষে।” তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ‘ডাবল ইঞ্জিনের সরকার’ নয়, ডাবল ইঞ্জিন বিমানের পক্ষে। সেটাও পরিষ্কার করে দেন তিনি।

নির্বাচনের সময় বিজেপির নেতা নেত্রীরা বার বার ডাবল ইঞ্জিনের সরকারের পক্ষে স‌ওয়াল করেন। কেন্দ্রে ও রাজ্যে এক‌ই দলের সরকার থাকলে উন্নয়নের কাজ সুষ্ঠুভাবে হয়‌। এমনটাই দাবি তাদের। বিজেপির এই দাবিকে বারে বারেই নস্যাৎ করেছে তৃণমূল। সোমবার অবশ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল ইঞ্জিনের যে কথা বলছেন সেটা অবশ্য কোচবিহার থেকে যে বিমান পরিষেবা চালু হচ্ছে সেই বিমানের ইঞ্জিন নিয়েই। মুখ্যমন্ত্রী জানান খুব শীঘ্রই কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে। তবে সেই বিমান হবে সিঙ্গল ইঞ্জিনের। মাত্র নয়টা আসন থাকছে সেই বিমানে। মুখ্যমন্ত্রীর আক্ষেপ, যদি ডাবল ইঞ্জিনের বিমান চালানোর অনুমোদন পাওয়া যেতো তাহলে আরো বেশি সংখ্যক মানুষ ওই বিমান পরিষেবা ব্যবহার করতে পারতেন। মুখ্যমন্ত্রী বলেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সিঙ্গল ইঞ্জিনের বিমান চলাচলের অনুমতি দিয়েছে। আমি তো চেয়েছিলাম ডাবল ইঞ্জিনের বিমানের অনুমতি দিক। তখনই তিনি বলেন, “আমি ডাবল ইঞ্জিনের পক্ষে।”