Date : 2024-03-19

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিলিট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাজিয়া রহমান, সাংবাদিক : ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডিলিট সম্মান তুলে দেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মান দেওয়া হচ্ছে।

২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মান দেওয়া হয়। এবার রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডিলিট দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ডিলিট দেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া নিয়ে বিস্তর বিতর্ক দানা বেঁধেছিল। এবার জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মান দেওয়া হবে।প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিয়ে জেভিয়ার্স কর্তৃপক্ষ রাজারহাট নিউটাউনে জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তৈরি করেন। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উচ্চশিক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অবদান রয়েছে যার জন্য তাঁকে সম্মান জানাতে চাই জেভিয়ার্স কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এদিন সমাবর্তন মঞ্চে বিশেষ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ। তবে তিনি রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। সেন্ট জেভিয়ার্স বেসরকারি বিশ্ববিদ্যালয়। তার আচার্য ফাদার রাফায়েল জে হাউড। মুখ্যমন্ত্রীর হাতে কে ডিলিট সম্মান তুলে দেন সেদিকে নজর থাকলেও। বিশ্ববিদ্যালয়ের আবেদনে মুখ্যমন্ত্রী রাজি হওয়ায় খুশি কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের মোট ৭৭০ জন পড়ুয়াকে সার্টিফিকেট দেওয়া হবে।