সুচারু মিত্র সাংবাদিক : আদানি ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তাল লোকসভা, মঙ্গলবার কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ রাহুল গান্ধী সংসদ কক্ষের ভেতর নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আদানির সঙ্গে মোদীর নিবিড় সংযোগ নিয়ে সংসদ কক্ষে একাধিক তথ্য পেশ করেছেন রাহুল গান্ধী। আর এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনলেন প্রহ্লাদ জোশি।
সংসদ কক্ষে দাঁড়িয়ে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে তাই এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। বিজেপি সাংসদ তথা মন্ত্রীদের বক্তব্য সংসদ কক্ষকে অবমাননা করেছেন রাহুল গান্ধী, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে স্বাধিকার ভঙ্গ করেছেন কংগ্রেস নেতা, অবিলম্বে রাহুল গান্ধীর বিরুদ্ধে করা ব্যবস্থার দাবি বিজেপি সাংসদদের তরফে।
অন্যদিকে আদানি ইস্যুতে জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে বিজেপি সাংসদরা। রাহুল গান্ধীকে কি তীব্র আক্রমণে ভরিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।