সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: বকেয়া ডিএ-র দাবিতে অনড় আন্দোলনকারীরা। আজ ১৮ দিনে পড়ল তাদের আন্দোলন। সোমবার কর্মবিরতির ডাক দিয়েছেন তারা৷ সরকারি হাসপাতালের কর্মী(যারাএমারজেন্সি ডিউটি করেন না), স্কুল কলেজ কর্মী, সমস্ত সরকারি কর্মীদের কর্মবিরতিতে অংশগ্রহণের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার থেকে ৫জন অনশনও করছেন।
সোমবার সকাল ১০টা থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পেনডাউন করেন সরকারি কর্মচারীরা। তাদের দাবি যত দ্রুত সম্ভব বকেয়া ডিএ মিটিয়ে ফেলতে হবে। এছাড়াও সরকারি পদগুলিতে স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিও জানাচ্ছেন তারা।
এই কর্মবিরতিরর আগে দুই সপ্তাহ ধরে সরকারি কর্মচারীরা প্রতীকী অনশন করেছেন। এছাড়াও রিলে অনশনেও বসতে দেখা গিয়েছে সরকারি কর্মীদের। তখনই তারা কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছিলেন আর সোমবার তাকেই বাস্তবায়িত করে দেখালেন আন্দোলনকারীরা।
এরই মধ্যে গত শুক্রবার আমরণ অনশন শুরু করেন তিন কর্মী। প্রথমে দুই সরকারি কর্মচারীর অনশনে বসার কথা থাকলেও পরে তিনজন সরকারি কর্মচারী আমরণ অনশনে বসেন। তারপর আরও একজন যোগ দেন। দাবি পূর্ণ না হওয়া অবধি লড়ে যাবেন তারা। এভাবেই চলবে অবস্থান বিক্ষোভ। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ