Date : 2024-04-26

তৃণমূল জমানার অধ্যক্ষের আমন্ত্রণ বাম জমানার মন্ত্রীকে। উপলক্ষ্য নতুন বিধায়কদের প্রশিক্ষণ।

সঞ্জু সুর, সাংবাদিক : ২০২১ এর বিধানসভা একঝাঁক নতুন মুখকে বিধানসভার সদস্য হিসাবে মনোনিত করেছে। প্রায় দেড় বছর পরে হলেও সেই সব নতুন বিধায়কদের এবার বিধানসভার রীতিনীতি ও পরিষদীয় নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে একদিনের একটি ওয়ার্কশপ করতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। মূলতঃ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাম জমানার দীর্ঘদিনের পরিষদীয় মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহা কে। সেই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বরিষ্ঠ তৃণমূল সাংসদ সৌগত রায় কে। সোমবার বিধানসভার প্লাটিনাম জুবিলি ভবনে হবে এই প্রশিক্ষণ শিবির।

২০১১ সাল থেকে রাজ্যে তৃণমূলের শাসন চলছে। বিধানসভায় তারাই সংখ্যাগরিষ্ঠ। ২০১১ ও ২০১৬ সালে বিরোধী আসনে বাম বিধায়করা থাকলেও ২০২১ এর বিধানসভায় বাম বিধায়কের সংখ্যা শূণ্য। শূণ্য হয়ে যাওয়া বামেদের দিকে কথায় কথায় কটাক্ষ ছুঁড়ে দেয় তৃণমূল নেতা নেত্রীরা। তবে নতুন বিধায়কদের প্রশিক্ষণের জন্য সেই বাম জমানার দীর্ঘদিনের পরিষদীয় মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহা কে আমন্ত্রণ জানানো হয়েছে। আসলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে যাতে পরিষদীয় বিষয়ে অভিজ্ঞদের থেকে শিখতে পারেন নতুন প্রায় ১৫০ জনের বেশি বিধায়ক। এই কারণেই প্রাক্তণ এই ডিএসপি বিধায়ক প্রবোধ সিনহা বা সৌগত রায় কে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শুধু প্রবোধ সিনহা বা সৌগত রায় নন, সারা দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখবেন বিধানসভার শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, তাপস রায় প্রমুখ। শাসক তৃণমূল কংগ্রেসের নতুন বিধায়কদের পাশাপাশি বিরোধী বিজেপি বিধায়কদের‌ও এই প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা এই শিবিরে যোগ দেবেন কি না তা এখন‌ও নিশ্চিত নয়।