Date : 2024-03-19

প্রাথমিকের টেটের ফল কবে? সে নিয়ে ইঙ্গিত দিল পর্ষদ।

নাজিয়া রহমান, সাংবাদিক : ফেব্রুয়ারিতেই প্রকাশিত হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের ফল। ২০২২ সালের ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট নেওয়া হয়। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। এই পরীক্ষা নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে তারজন্য নেওয়া হয়েছিল কড়া পদক্ষেপ । ১৪৬০টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা। পূর্বের নিয়ম বদল ও নতুন নানা নিয়ম লাগু করে অনুষ্ঠিত হয়েছে টেট। নিয়োগ দূর্নীতির জটিলতার মাঝে শান্তিপূর্ণ টেট নেওয়া বড় চ্যালেঞ্জ ছিল পর্ষদ ও সরকারের কাছে। একাধিক পদক্ষেপ সহ নানা বিধিনিষেধের মধ্যে নেওয়া হয় টেট।

কেন্দ্রগুলিতে যেমন লাগু করা হয়েছিল কড়া নিয়ম তেমনই পর্ষদের তীক্ষ্ণ নজর ছিল কেন্দ্রগুলিতে। তেমনই পর্ষদের দফতর থেকে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করেছিলেন পর্ষদের আধিকারিকরা। পাশাপাশি এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান পর্ষদ সভাপতি গৌতম পাল। কড়া ব্যবস্থাপনায় নির্বিঘ্নে সম্পন্ন হয় টেট। স্বাভাবিকভাবেই এবার সামনে আসছে ফলপ্রকাশের প্রসঙ্গ। ইতিমধ্যেই উত্তরপত্র বা অ্যানসার কি প্রকাশ করেছে পর্ষদ। প্রকাশিত উত্তরপত্র বা অ্যান্সার কি নিয়ে পরীক্ষার্থীদের কোনও আপত্তি থাকলে তা জানানোর সময়ও দেয় পর্ষদ। ১৩-১৭ জানুয়ারি এই সময়ের মধ্যে অভিযোগ জানাতে পারেন পরীক্ষার্থীরা। যে সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে। অভিযোগগুলি ক্ষতিয়ে দেখার কাজও শেষ হয়েছে। এবার ফলপ্রকাশের পালা। চুড়ান্ত উত্তরপত্রও প্রকাশ করবে পর্ষদ। পরীক্ষা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সে বিষয়ে ফলপ্রকাশের আগে পর্ষদকে জানাতে হবে। ফলপ্রকাশ হয়ে গেলে আর কোনও অভিযোগ শোনা হবে না বলে বক্তব্য পর্ষদের।