আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে হঠাৎই শুরু হয়েছে জল্পনা। এবারের আইপিএলে শাকি। আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু আন্তর্জাতিক সুচির দোহাই দিয়ে এখন ক্রিকেটার ছাড়ার ব্যাপারে নিমরাজি বাংলা ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য, তারা ভারতীয় বোর্ড এবং আইপিএল কর্তৃপক্ষকে কোনোও লিখিত ছাড়পত্র দেননি তাদের দেশের খেলোয়াড়দের আইপিএলে খেলতে দেওয়ার ব্যাপারে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে দেশের স্বার্থের কথা মাথায় রেখেই তাই ক্রিকেটারদের ছাড়া হবে না। সেক্ষেত্রে ক্রিকেটারদের আইপিএলে আসতে না দেওয়া হলেও পরবর্তী বছর থেকে বাংলাদেশী ক্রিকেটারদের ওপরও নির্বাসন আরোপ করতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে ছায়া নির্বাসনের জন্য তাঁদের আর আইপিএলের কোনও দলই নিতে পারবে না। শুধু তাই নয়, এবছর তালিকায় নথিভুক্ত করার পর বিসিবির ক্রিকেটাররা এনওসি নিয়ে খেলতে না পারলে, পরের বছর থেকে আইপিএলে নথিভুক্ত করার ব্যাপারেও তাদের নির্বাসিত করা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলের ভবিষ্যতে খেলাই এখং সংশয়ের মুখে। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ থাকায় তারাও দল থেকে খেলোয়াড় নাও ছাড়তে পারে। তবে সেটা মাত্র দিন সাতেকের জন্য, অর্থাৎ প্রথম সপ্তাহের পরই ক্রিকেটাররা আইপিএলে যোগ দিতে পারে। কিন্তু বাংলাদেশ বোর্ডের এই মূহূর্তে যা অবস্থান, তাতে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে সেক্ষেত্রে বিসিসিআইয়ের সঙ্গেও তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বেন। এখন দেখার বিসিবির অনড় অবস্থান কাটিয়ে আইপিএলে দলের জার্সি গায়ে চাপাতে পারেন কিনা লিটন, শাকিবরা।