ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : আগামী সোমবার পর্যন্ত ইডি দপ্তরে হাজিরা দিতে হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বুধবার নির্দেশ, ইডিকে এই মামলার সমস্ত রেকর্ড পেশ করতে হবে পরবর্তী শুনানির দিন।আগামী সোমবার শুনানি। তবে তদন্তের উপর স্থগিতাদেশ নয়।তবে আপাতত ইডি অফিসে হাজিরা দেওয়ার দরকার নেই সঞ্জয় বসুর।
এডিশনাল সলিসিটর জেনারেল এই রায়ের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিলেন।
এদিন ধীরজ ত্রিবেদী ইডির তরফে জানালেন এই বেঞ্চের এই মামলা শুনানি করার এক্তিয়ার নেই।এটা কোনো সিঙ্গেল বেঞ্চের শোনার কথা।এটা কোনো পঞ্জি সম্পর্কিত মামলা নয়।
বিচারপতি আইপি মুখোপাধ্যায় – কেন নেই সেটা আদালতকে জানানো হোক।
ইডির আইনজীবী বলেন এটা পিএমএলএ এক্টের মামলা। আমরা আর্থিক তছরুপ সংক্রান্ত বিষয় ক্ষতিয়ে দেখতে অভিযোগ জানিয়েছি।এর সঙ্গে পঞ্জি মামলার কোনো যোগ নেই। আমরা তদন্ত করছি সেই জন্য সমন পাঠানো হয়েছে।
তিনি পিনকন স্পিরিট লিমিটেডের কিছু মামলা দেখা শোনা করতেন।তার জন্য ৮৩ লাখ নিয়েছিলেন ২০১৪-১৭ এই সময়ে।
তাকে সমন পাঠানো হয়েছিল।
বিচারপতিইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ইডির আইনজীবীর উদ্দেশে এটা পঞ্জি মামলা কিনা সেটা বোঝার জন্য সম্পূর্ণ নথি চাই আদালতের।
সঞ্জয় বসুর পক্ষের আইনজীবী জয়ন্ত মিত্র টাওয়ার ও পিনকন গ্রুপের আর্থিক দূর্নীতি মামলায় সিবিআই এফয়াইয়ার করে তদন্ত শুরু করে।তাহলে এটা পঞ্জি নাতো কি বিষয়?
আমরা সবাই আইনজীবী এটা কি হচ্ছে?
এটা কি ধরনের সাবমিশন হচ্ছে? এর আগে ৩ বার হাজিরা দিয়ে একই ডকুমেন্টস দিতে বাধ্য করা হয়েছে।
ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন আলাদা আলাদা দুটো এফয়াইয়ার দায়ের হয়েছিল।