Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সোমবার চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি।
  • টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির। ১৪ বছরের কেরিয়ারে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি। টেস্ট ক্রিকেটে ৯,২৩০ রান করেন তিনি। টেস্টে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ৩০টি।
  • মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ডে আরও এক প্রসূতির মৃত্যু। মৃত প্রসূতির নাম নাসরিন খাতুন (১৯)। ১২ জানুয়ারি থেকে এস‌এসকেএমে চিকিৎসাধীন ছিল নাসরিন।
  • ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসামরিক বিমান পরিষেবা। বন্ধ বিমানবন্দরগুলি খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় NOTAM জারি করা হয়েছে। সীমান্তে উত্তেজনার কারণে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল।
  • সোমবার দু’দেশের DGMO স্তরে বৈঠক। ভারতের তরফে বৈঠকে থাকবেন DGMO রাজীব ঘাই। পাকিস্তানের তরফে বৈঠকে থাকবেন DGMO কাসিফ আবদুল্লাহ।
  • গুলির জবাব গোলায় দেবে ভারত। ঘরে ঢুকে মারব বলেছিলাম। সেটা করেও দেখিয়েছি : নরেন্দ্র মোদী।
  • সিঁদুর মোছার যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই। ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • ‘আগ্রাসন থামানোর প্রয়োজনীয়তা বুঝতে পারার জন্য ভারত-পাকিস্তানকে শুভেচ্ছা। তারা যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, তা প্রশংসনীয়।’পোস্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে। জানান হল বায়ুসেনার তরফে। বায়ুসেনা সফল ভাবে দায়িত্ব পালন করে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পোস্ট বায়ুসেনার।
  • New Date 2025-5-12
  • New Time 03:26:00 PM
মোহনবাগান সমর্থকদের মিষ্টি মুখ করাতে এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নে 50 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে

20
March 2023

মোহনবাগান সমর্থকদের মিষ্টি মুখ করাতে এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নে 50 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার উপহার। মোহনবাগান সমর্থকদের মিষ্টি মুখ করাতে এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নে 50 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে, ক্লাবে ফুটবলারদের শুভেচ্ছা জানিয়ে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইএসএল-জয়ী ঘিরে ক্লাব তাঁবুতে বাধনছাড়া উচ্ছাসে মাতলেন সবুজ মেরুন সমর্থকরা।

মোহনবাগান ক্লাবে এল আইএসএল ট্রফি। ইন্ডিয়ান সুপার লিগ জয়ী মোহনবাগান দলকে ক্লাব তাঁবুতে এসে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকজমক পূর্ণ অনুষ্ঠানে ক্লাব সভাপতি টুটু বসু, অধিনায়ক প্রীতম কোটালদের শুভেচ্ছা জানালো হল মিষ্টিমুখে। একইসঙ্গে সমর্থকদের জন্য ও ক্লাবের পরিকাঠামোর উন্নতিতে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচ জুয়ান ফেরান্দো থেকে প্রীতম কোটাল, জনি কাউকো, কিয়ান নাসিরি, আইএসএলজয়ীদের বরণ করে নিলেন সবুজ মেরুন সমর্থকরা। রবিবার শহরে পা রাখা থেকেই মোহনবাগান ক্লাবের হয়ে ট্রফি জেতার আনন্দটা উপভোগ করছেন মনবির সিং, সুমিত রাঠিরা। সপ্তাহের প্রথম সকালও শুরু হল লিগ জয়ের সেলিব্রেশনে দর্শকদের বাধভাঙা উল্লাসের মধ্যে দিয়েই। শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকদের উন্মাদনায় তাই আপ্লুত দিপট টাংরি, বিশাল কাইথরা।

টুটু বসুর হাত ধরেই বাগানে এসেছিলেন সঞ্জিব গোয়েঙ্কা। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিনই এটিকে নাম সরে যাওয়ায় ক্লাব সভাপতির মুখের হাসি চওড়া হয়েছে। কর্পোরেট সংস্থার সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয়,সেই নিয়ে পড়শি ক্লাবকে খোঁচা দিয়ে রাখলেন বাগান সচিব।

ক্লাবের তরফে বারবার চেষ্টা করা হয়েছিল এটিকে নাম মোহনবাগান নামের আগে থেকে সরানোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ক্রীড়ামন্ত্রীকে দিয়ে এটিকে নাম সরানোর জন্য সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সমর্থকদের তিনি জানান, মোহনবাগান নামটা শুধু মোহনবাগান শুনতেই ভালো লাগে। এটিকে মোহনবাগানটা শুনতে ভালো লাগে না। শেষ মেষ ক্লাব সমর্থকদের আবেগের কথা ভেবে এটিকে নাম সরিয়ে নেওয়ায় সঞ্জিব গোয়েঙ্কাকে কৃতিত্ব দিচ্ছেন সভ্য, সমর্থক, কর্তারাও।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election