নাজিয়া রহমান, সাংবাদিক শেষ হয়েছে মাধ্যমিক। এবার উচ্চমাধ্যমিকের পালা। আগামী ১৪মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২৭মার্চ । একই সঙ্গে এই দিন থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষাও। এবার উচ্চমাধ্যমিক দেবে প্রায় সাড়ে আট পরীক্ষার্থী।এবার মোবাইল ফোন নিয়ে বেশ কড়া সংসদ। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ। কোনও পরীক্ষার্থী যাতে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রথম উচ্চমাধ্যমিকের পরীক্ষায় ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি। যদি কোনও পরীক্ষার্থী নিয়ম লঙ্ঘন করে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করে তাহলে তা ধরা পড়বে এই যন্ত্র তথা আরএফডি-তে । কারচুপি আটকাতেই এই ব্যবস্থা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদ। যদি অপরাধ গুরুতর হয় তাহলে অভিযুক্ত পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে বলেও জানিয়েছে সংসদ । পরীক্ষার্থীরা রুমে ঢোকার আগে ইনভিজিলেটররা ভালো করে চেক করবেন। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা বৈদ্যুতিন যন্ত্র আছে কি না, সেটা নিশ্চিত হওয়ার পরই পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে। শুধুমাত্র পরীক্ষার্থীরা নয়,কোনও পরীক্ষক ও শিক্ষাকর্মী পরীক্ষা চলাকালীন মোবাইল নিয়ে ব্যবহার করতে পারবেন না।শুধুমাত্র সেন্টারে মোবাইল থাকবে ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইন চার্জ ও সেন্টার সেক্রেটারির কাছে। ২৩৪৯ টি কেন্দ্রের মধ্যে ২০৬ টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রের মূল গেটে থাকবে মেটাল ডিটেক্টর। পাশাপাশি অতি স্পর্শকাতর কেন্দ্রে এ বছর প্রথমবার থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- মোহনবাগান সমর্থকদের মিষ্টি মুখ করাতে এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নে 50 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে
- লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। এক মাসে সাত সভা অভিষেকের
- সোমবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, জানালো আলিপুর আবহাওয়া দফতর।
- খুনের পরেও ফোনে কথা দীপু- রাব্বানীর
- ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ