Date : 2024-03-28

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। এক মাসে সাত সভা অভিষেকের

সঞ্জু সুর, সাংবাদিক: নিয়োগ দুর্ণীতি নিয়ে অস্বস্তি রয়েছে। অস্বস্তি রয়েছে মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন বা আবাস যোজনা নিয়েও। এইসব অস্বস্তি কাটিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার‌ই অঙ্গ হিসাবে মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত সাতটি জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলার সভা থেকে।

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষনা করে নি নির্বাচন কমিশন। তবে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই কাজে সামনে থেকেই নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়‌ও। আপাতত ঠিক হয়েছে ২৭ মার্চ থেকে শুরু করে ২৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের দক্ষিণ থেকে উত্তর, মোট সাতটি জনসভা করবেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেকের প্রথম সভা আগামী ২৭ মার্চ আমতলায়। এরপরেই কেন্দ্রীয়ভাবে তৃণমূল ছাত্র-যুবদের নিয়ে বৃহৎ আকারের সমাবেশ হবে শহীদ মিনার ময়দানে, ২৯ মার্চ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে, ২০১৯ এর লোকসভার নিরিখে উত্তরবঙ্গে মোটের উপর ভালো ফল করে তৃণমূল। যদিও সেটা আশানুরূপ নয়। ফলে ২০২৪ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে হলে এই পঞ্চায়েত নির্বাচনকে আপাতভাবে সেমিফাইনাল হিসাবে দেখছে তৃণমূল। সেই লক্ষ্যেই আগামি ৮ এপ্রিল আলিপুরদুয়ারে জনসভা অভিষেকের। প্রসঙ্গত কিছুদিন আগেই জলপাইগুড়িতে দুই দফায় সভা সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের পর ১২ এপ্রিল বাঁকুড়া জেলার ওন্দাতে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান, ২০ এপ্রিল দুই দিনাজপুর নিয়ে একটি সভা ও ২৯ এপ্রিল হুগলী জেলার আরামবাগে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিকভাবে এই যে সাতটি সভাস্থলের জায়গা নির্ধারিত করা হয়েছে সেটা দেখলে বোঝা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন আপাতভাবে তৃণমূল কংগ্রেস এখনো যে যে এলাকা বা জেলাতে কিছুটা ব্যাকফুটে রয়েছে, সেই জায়গাগুলোতে সাধারণ মানুষের আস্থা অর্জনে বিশেষ নজর দিতে চাইছে তৃণমূল। তবে শুধু এই সাতটি সভা‌ই নয়, এছাড়াও আরও কিছু নির্বাচনী জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই জায়গা ও তারিখ এখনো নির্দিষ্ট করা হয় নি।