সুচারু মিত্র সাংবাদিক : কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর ঘটনা প্রতিবাদে শুক্রবার 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী প্রথমে ঘোষণা করেন, পরে তার সঙ্গে সহমত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজবংশী সম্প্রদায়ের ওপর বারবার আঘাত আনা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। একদিকে যখন বিজেপি কালিয়াগঞ্জ ইসুতে সরব হয়েছে। তখনই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন রাজ্যপাল চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর।
সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালকে কালিয়াগঞ্জ যাওয়ার জন্য আবেদন করেছিল বিজেপি সেই আবেদনে এখনো সাড়া দেননি রাজ্যপাল। আর তাতেই কি চটে গেলেন শুভেন্দু অধিকারী? কালিয়াগঞ্জ ইসু কে কেন্দ্র করে এবার বিজেপি লাগাতার আন্দোলনের পথে হাঁটবে বলেই দলের শীর্ষ নেতৃত্বের তরফেও বার্তা এসেছে। রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করার বার্তা গিয়েছে, একই সঙ্গে রাজবংশী সম্প্রদায় কেও প্রতিবাদের রাস্তায় থাকার কথা বলা হয়েছে