Date : 2024-04-13

ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন কার্লেস কুয়াদ্রাত

ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন কার্লেস কুয়াদ্রাত। আগামি দু বছরের জন্য লালহলুদের কোচের পদে আসছেন বেঙ্গালুরুতে কোচিং করানো এই স্প্যানিশ কোচ। সার্জিও লোবেরার আসার কথা থাকলেও, শেষপর্যন্ত তিনি ওড়িশা এফসিতে যোগ দেন। শেষ তিন বছরে যে ভুলগুলো লালহলুদ শিবির করেছে, এবার আর তা করতে চাননি ইস্ট঵েঙ্গলের লগ্নিকারি সংস্থা। তাই আগেভাগেই কোচ বাছাই করে নিয়ে তার পছন্দ মতোই দলগঠন করতে চলেছেন তাঁরা। বার্সেলোনার যুব দলে খেলা কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের কোচ হওয়ায় স্বাভাবিকভাবেই আগামি মরসুমে স্প্যানিশ ফুটবলারের সংখ্যা যে বাড়বে তা বলাই যায়। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরেই এএফসি কাপের ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু এফসি। এমনই হাই প্রোফাইল কোচকে এনে তাই সাফল্যের মুখ দেখতে মরিয়া লালহলুদ টিম ম্যানেজমেন্ট।