সুচারু মিত্র সাংবাদিক : কালিয়াগঞ্জ ইস্যুতে ইতিমধ্যেই চাপে রাজ্যের শাসক দল এবং রাজ্য প্রশাসন, কালিয়াগঞ্জ ইসুকে হাতিয়ার করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি দল। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নির্যাতনের বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করল বিজেপি ও কংগ্রেস। রাজ্যপালকে কালিয়াগঞ্জে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। একদিকে যখন কালিয়াগঞ্জ ইসু রাজ্য প্রশাসনকে অস্বস্তিতে রেখেছে ঠিক তখনই মালদার কালিয়াচকে ঘটে যায় ফের নারী নির্যাতনের ঘটনা। আর এবার কালিয়াগঞ্জ এর ঘটনার প্রতিবাদের লাগাতার প্রতিবাদে নামছে রাজ্য বিজেপির যুব মোর্চা। পথ নাটক থেকে শুরু করে সই সংগ্রহ অভিযান এবং পথ সভার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি করবে যুব মোর্চা। বৃহস্পতিবার এই কর্মসূচি শুরু হচ্ছে বেলেঘাটা দিয়ে। প্রথম দিনের এই কর্মসূচিতে অংশ নেবেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত থাকবেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি ।
আগামী এক সপ্তাহ ধরে প্রত্যেকটি বিধানসভায় চলবে প্রতিবাদ কর্মসূচি