ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : “যিনি যে পক্ষেই থাকুন, সকলেই এই দেশের নাগরিক। এটা ভুলে যাচ্ছেন কি করে? যদি নিরাপত্তা দিতে হয় সবাইকে দিতে হবে। পুলিশকে সবপক্ষের প্রতি একই মনোভাব নিতে হবে, বিষ্ণুপুরে রামনবমীকে কেন্দ্র করে গোলমালে শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থার।
রামনবমী কে কেন্দ্র করে ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরে দুপক্ষের গোলমাল হয়। বুধবার মামলার শুনানিতে দুপক্ষের আইনজীবীদের তীব্র বচসা।
দুই গোষ্ঠীর গোলমালে হাইকোর্ট পুলিশের তদন্তে অগ্রগতি রিপোর্ট তলব করলো।
সেখানেই কয়েকদিন আগে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় বিক্ষোভের অভিযোগ আনে পুলিশ।
আপাতত পুলিশ এলাকায় শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবেন। কোনো মামলাতে পুলিশ কারো বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না। সব পক্ষকে তদন্তে সহযোগিতা করতে হবে। দুটি মামলায় কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
২৭ এপ্রিল পরবর্তী শুনানিতে পুলিশ কে তদন্তে অগ্রগতির বিস্তারিত রিপোর্ট দিতে হবে।