সঞ্জু সুর, সাংবাদিক : ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার (DBT) বা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার বিষয়ে তারিখ নির্দিষ্ট করে দিল নবান্ন। ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদের আবেদন খতিয়ে দেখে এপ্রিল মাসের কুড়ি তারিখের মধ্যে (প্রকল্প অনুযায়ী) টাকা পৌঁছে দিতে হবে। বুধবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। সেই সঙ্গে লক্ষীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের ব্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্র (KYC)-এর কাজ শেষ করার দিকে বিশেষ নজর দেওয়ারও নির্দেশ নবান্নের।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পে আবেদন গ্রহণ করার সময় অবশ্য সোমবার (১০/০৪/২৩) শেষ হয়েছে। দশ তারিখ পর্যন্ত রাজ্যের মোট ৯৪,৩৭৭ টি ক্যাম্পে ৫৮,০৫,৩১৫ জন মানুষ এসেছিলেন বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে খোঁজখবর করতে বা আবেদন করতে। মোট ৩২,০২,০০২ টি আবেদন জমা পড়ে যার মধ্যে খতিয়ে দেখার পর ২৪,৪৬,৫১২ টি আবেদন গ্রহণ করা হয়েছে। জমা পড়া আবেদনের ভিত্তিতে সবচেয়ে বেশি ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’-য় আবেদন জমা পড়েছে। তবে পিছিয়ে নেই ‘লক্ষীর ভান্ডার প্রকল্প’। এই প্রকল্পে জমা পড়েছে ৫,৯১,১৪৮ টি। এছাড়া ‘স্বাস্থ্য সাথী’, ‘কন্যাশ্রী’, ‘ঐক্যশ্রী’ প্রভৃতি প্রকল্পেও আবেদন জমা পড়েছে। এত আবেদন জমা পড়লেও সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্য একটি বিষয়। যেখানে সরকারের প্রত্যক্ষভাবে করনীয় কিছু নেই। তবু উপভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে এই সমস্যা দূর করার জন্যেও জেলা প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন ও জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন ব্যাঙ্কের কাগজপত্র ঠিকঠাক না থাকার কারণে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁচাচ্ছে না। শুধু মাত্র লক্ষীর ভান্ডারের ক্ষেত্রে টাকা না পৌঁছানোর এই সংখ্যা প্রায় ৩ লক্ষ। সরকার টাকা রিলিজ করে দিচ্ছে, কিন্তু কেওয়াইসি ফিলআপ না করার কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এই মানুষগুলো। সরকারের নির্দেশ যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করে এই সমস্যা মেটাতে হবে। বৈঠকে বলা হয়েছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এর কাজ শেষ করতে হবে কুড়ি তারিখের (২০ এপ্রিল) মধ্যে। বাকি আবেদনের ক্ষেত্রে পরিষেবা পৌঁছে দিতে হবে ৩০(এপ্রিল) তারিখের মধ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে টাকা না পাওয়ার কারণে যাতে লক্ষীর ভান্ডারের উপভোক্তা সহ অন্যান্য উপভোক্তারা সরকারের উপর ক্ষুণ্ণ না হয় তারজন্যই যুদ্ধকালীন ভিত্তিতে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নবান্নের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, “সরকার তো টাকা পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাঙ্কের কাগজ ঠিক না থাকার জন্য যদি কোনো উপভোক্তা টাকা না পান তাহলে তার ক্ষোভ কিন্তু ব্যাঙ্কের প্রতি না হয়ে সরাসরি সরকারের দিকেই হয়। তাই জেলা প্রশাসনকে এই বিষয়ে একটু বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে।”