Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে খতম লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু সাইফুল্লাহ। রাজাউল্লাহ নিজামনি নামেও পরিচিত ছিল সে।
  • সোপিয়ানে গ্রেফতার জঙ্গিদের দুই সঙ্গী। সোপিয়ানের ডিকে পোরা এলাকায় সেনা ও CRPF-এর যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার ২টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি। 
  • টিটাগড়ে আবাসনের মধ্যে বিস্ফোরণ। ওই আবাসনের বাসিন্দা টিটাগড় পুরসভার কাউন্সিলর।
  • মুম্বই-গোয়া হাইওয়ে থেকে নদীতে পড়ল গাড়ি। মৃত্যু ৫ আরোহীর। গুরুতর জখম গাড়ির চালক। মুম্বই থেকে দেবরুখ যাচ্ছিল গাড়িটি।
  • আজ ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন সিনার্জি বৈঠকে যোগ দেবেন তিনি। ২০ মে উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি। ২১ মে প্রশাসনিক বৈঠক। ২২ মে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে মামলা। ১৭ জনকে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। হাজিরা এড়ালে গ্রেফতারির হুঁশিয়ারি। ২১ মে হাজিরার নির্দেশ।
  • New Date 2025-5-19
  • New Time 05:23:49 AM
পুজো আসতে অনেক দেরি, এখনি দেবী প্রতিমা বিদেশ পাড়ি।

28
April 2023

পুজো আসতে অনেক দেরি, এখনি দেবী প্রতিমা বিদেশ পাড়ি।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- দেবী দুর্গা প্রতিমা রপ্তানির জন্য প্রস্তুত; কলকাতার কুমারটুলির শিল্পীরা এই বছর আরও অর্ডারের জন্য আশাবাদী। দুর্গা পুজো আসতে বেশ দেরি। তার আগেই কুমোরটুলিতে তোড়জোড় শুরু। বিখ্যাত শিল্পী মিন্টু পালের স্টুডিও তে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এই ঠাকুরই নিউ ইয়র্ক যাবার জন্যে রেডি হচ্ছে। কাজ শেষের দিকে। বিদেশ যেতে সময় লাগে কারন জাহাজে করে যায়। খুব কম করে ৬০ দিন যেতে লাগবে। ফাইবার গ্লাসের তৈরি ঠাকুরই বিদেশ যায়। কারণ মাটির তৈরি প্রতিমা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।

২০২২ দুর্গা প্রতিমা নিরঞ্জন হতে না হতেই ২০২৩ এর ঠাকুর যেগুলি বিদেশ যাবে তার বায়না শুরু হয়ে যায়। শিল্পী মিন্টু পালের কাছে গত বছর থেকেই বায়না চলে এসেছিল। প্রায় ৮ থেকে ৯ টা ঠাকুর বিদেশ পাড়ি দেবে। শুধু দুর্গা নয়, কালি ঠাকুরও বিদেশ পাড়ি দেবেন তার প্রস্তুতিও চলছে। নিউ ইয়র্ক ছাড়া শিল্পী মিন্টু পালের ঠাকুর শিকাগো, নিউ জার্সি, দুবাই যায়। তিনি বলেন, বিগত বছরের তুলনায় ২০২৩ সালে কুমোরটুলি থেকে দেশের বাইরে প্রতিমা বেশি যাবে, সে নিয়ে আশাবাদী তিনি।

প্রতিবছর দুর্গা প্রতিমা বিদেশ পাড়ি দেয়। ২০২২ সালে দুর্গা প্রতিমা বিদেশ গেছে অনেক পালের স্টুডিও থেকে। সে সংখ্যাটা বেশি ছিল। দিনে দিনে আরও সংখ্যা বাড়বে বলে জানান তিনি। এখন, অনলাইনে অর্ডার করা হয়। প্রতিমার উচ্চতা বেশি রাখা যায় না। তবুও শিল্পী মিন্টু পাল বলেন তার যেসব প্রতিমা বিদেশ যাচ্ছে সেসব প্রতিমার উচ্চতা ৮ থেকে ৯ ফুট করা হয়ে থাকে। বিদেশে বেশিরভাগ ঠাকুর সবিকেয়ানা হয়।

দুর্গা পুজো আরও জমজমাট হচ্ছে প্রতিবছর। তাই কুমোরটুলিতেও প্রতিমা তৈরীর সংখ্যা আরও বাড়বে শুধু বিদেশ নয়, রাজ্যের বাইরে এবং লোকালয় ঠাকুর তৈরীর হিড়িক বেড়েছে।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics