বৃহস্পতিবার আইপিএলে মাস্ট উইন ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরবাদ। রয়্যালসদের শেষ ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। তাই তার আগে এই ম্যাচ জিতেই প্লে অফের রাস্তায় থাকতে মরিয়া আরসিবি। আরসিবির এখন পয়েন্ট 12 ম্যাচে 12। ফলে পরের দুই ম্যাচই তাদের কাছে মাস্ট উইন। নেট রান রেট বাড়িয়ে নেওয়ার জন্য সানরাইজার্স ম্যাচই সঠিক। তাই স্রেফ জয় নয়, ব়ড় ব্যবধানে সানরাইজার্সের বিপক্ষে জয় চাই বিরাট কোহলি, ফাফ দুপ্লেসিসদের। এবারের আইপিএল আরসিবির ওপেনিং পার্টনারশিপ ভালো খেলেছে। তবে বিরাটের মন্থর গতির রান তোলা নিয়ে সমালোচনাও হয়েছে। কারণ ফাফ দুপ্লেসিস যতটা আগ্রাসি মেজাজে ব্যাটিং করছেন, বিরাট ততটাও আগ্রাসন ব্যাটে দেখাচ্ছেন না। নাহলে যেই দলের দুই ওপেনার এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম দশে রয়েছে, তাদের অবস্থা এমন হওয়ার কথা নয়। গ্লেন ম্যাক্সওয়েলেরও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং প্রতিবারের মতো এবারেও আরসিবির লিগ টেবিলে পিছনে থাকার অন্যতম কারণ। নিজামের শহরে অবশ্য কাজটা খুব সহজও নয় বিরাটদের জন্য। কারণ লিগে শেষ পর্বে অনেক সময়ই পচা শামুকে পা কাটা দেখা যায়। আর সানরাইজার্স দল সকলকে অবাক করেছে জেতা ম্যাচ হেরে এবং হারা ম্যাচ জিতে। ফলে এমন একটা দলের বিপক্ষে নামার আগে প্রতিপক্ষকে বাড়তি সমীহ করতেই হচ্ছে বিরাটদের। বোলিংয়েও বিরাটদের ভরসা সিরাজ-পারনেল জুটি। রাজস্থানের বিপক্ষে তাদের বোলিং নজর কেড়েছিল। গত ম্যাচে 112 রানে জিতেছে আরসিবি। এটাই একমাত্র স্বস্তির দিক বিরাটদের। তবে ধারাবাহিকতার অভাবে মোরা আরসিবির সেই ছন্দ ধরে রাখা কঠিন। এখন দেখার নিজামের শহরে সানরাইজার্স বধ করে সুর্যোদয় করতে পারে কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.