স্প্যানিশ ফুটবলে আরও একবার বর্ণবৈষম্যের ছায়া। অতীতে বহুবারই বর্ণবৈষম্যের জন্য শিরোনামে উঠে এসেছে স্পেনের লা লিগা। এবার রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমুলক মন্তব্যের জেরে বিতর্কে স্পেনের লা লিগা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তাদের ঘরের মাঠে ম্যাচ চলাকালিন বেশ কয়েকবার বর্ণবৈষম্যের শিকার হতে হয় ব্রাজিলের কৃষ্ণাঙ্গ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে চোখে জল দেখা যায় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে। ঘটনার জেরে গোটা বিশ্বেই তোলপার পড়ে গেছে। ঘটনার নিন্দা করে, প্রতিবাদ স্বরুপ ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিদিমার মুর্তির আলো নিভিয়ে রাখা হয়। রিও দি জানেরিওর এই মূর্তির আলো নিভিয়ে রাখায় স্বভাবতই সেই প্রতিবাদের ভাষা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। ভিনিসিয়াস জুনিয়র নিজেই সেই ছবি সোশাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করেন। ব্রাজিলের তরফ থেকেও স্প্যানিশ ফুটবলের কাছে ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানানো হয়। রিয়ালের হারের দিন যে এমন তিক্ত অভিজ়্ঞতার শিকার হতে হবে ভিনিকে, তা হয়ত দুস্বপ্নেও ভাবেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য তিনজনকে আটক করেছে স্পেনের পুলিশ। তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে, একটা পঞ্চাশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে কখনই তিনজন বর্ণবৈষম্যমুলক বক্তব্য করে থাকতে পারেনা। ঘটনার জড়িত অনেকেই যাদের নাগাল এখনও পায়নি স্প্যানিশ পুলিশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারিকে ভিনি জুনিয়র বর্ণবৈষম্যের অভিযোগ জানানোর পর খেলা কিছুক্ষণ স্থগিত রাখা হয়। ভিনি জুনিয়র নিজেও সরকারিভাবে ঘটনার জন্য অভিযোগ জানান। আইন অনুযায়ি এই স্টেডিয়ামকে 1 বছরের জন্য নির্বাসিত করে দেওয়া যেতে পারে। ম্যাচ শেষে মাথা গরম করে লালকার্ড দেখেন জুনিয়র। সব শেষে লা লিগাকে বর্ণবৈষম্যের ডেরা বলেও দাবি করেন তিনি।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.