শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- রবীন্দ্র জয়ন্তী ভারতের সাংস্কৃতিক ক্যালেন্ডারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে, আগামী ৯ মে রাজ্যজুড়ে হয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে।
তবে দক্ষিণ ২৪ পরগনার বাটানগরের বাসিন্দা শিল্পী ঋত্বিক মান্না কবি গুরুকে সম্মান জানাতে এবং তাঁকে ট্রিবিউট দিতে নুড়িপাথর দিয়ে তৈরি করেছে কবি গুরুর আবক্ষ ছবি। মাত্র ৪ থেকে ৫ ঘণ্টায় নুড়ি পাথর দিয়ে কবিকে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। খোলা আকাশের নিচে নুড়িপাথরের কবির আবক্ষ ছবি জ্বল জ্বল করছে।
গভর্মেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট এর ছাত্র ২৩ বছরের ঋত্বিক। সে এর আগেও বিভিন্ন মনীষী থেকে শুরু করে খেলোয়াড়, টলি- বলি সিনেমা জগতের অভিনেতা অভিনেত্রী দের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে। বহু পুরস্কারও পেয়েছে। কয়েকঘন্টার মধ্যেই হাতের জাদুতে ছবি এঁকে ফেলে। ঋত্বিক কে নিয়ে গর্ব করে তার বাবা মা, বন্ধুরা ও কলেজের শিক্ষার্থীরা। কবি গুরু রবীন্দ্রনাথকে নুড়ি পাথর দিয়ে তৈরি করে সত্যি বিস্ময়কর কাজ করেছে ঋত্বিক।