Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হোক। নন্দীগ্রামে জানান শুভেন্দু অধিকরী।
  • সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায় দৌলাতাবাদে। ভোটারদের মারধরের অভিযোগ।
  •  ১৯ জুন উপনির্বাচনের ভোট গ্রহণ গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল,পঞ্জাবের একটি কেন্দ্রে। ফলপ্রকাশ ২৩ জুন।
  • বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হলো ভারত। জানান নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম।
  • হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। 
  • কালীগঞ্জ উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। ১৯ জুন ভোট। ২৩ জুন ফলপ্রকাশ।
  • রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ শুরু সেচ দফতরের। মেরামতির জন্য খরচ হবে ১০ কোটি টাকা।
  • ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। থমকে যান চলাচল। প্রভাব উড়ান পরিষেবায়।
  • রবিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে হালকা বর্ষণের পূর্বাভাস।
  • দিল্লি, তেলেঙ্গানা, বেঙ্গালুরুতেও করোনা আক্রান্তের হদিশ।
  • New Date 2025-5-26
  • New Time 04:12:36 AM
5 অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর

10
May 2023

5 অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর

আসন্ন আইসিসি বিশ্বকাপের সমভাব্য সুচি চলে এলব সব ঠিক ঠাক থাকলে 5 অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর। মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 19 নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। মোতেরার এই স্টেডিয়ামই বর্তমানে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। ফলে ঐতিহাসিক এই মাঠেই হতে পারে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। সব ঠিক ঠাক চললে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। আগেই ভারতীয় দল বোর্ডের কাছে আর্জি জানিয়েছিল স্লো পিচ বা টার্নার পিচে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দেওয়ার জন্য। সেই মতো ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দেওয়া হতে পারে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে অক্টোবরের 15 তারিখ, রবিবার। ফাইনালের সমভাব্য দিনক্ষণও ঠিক করা হয়েছে রবিবার দেখেই। আইপিএলের পরই সুচি প্রকাশ করতে চলেছে বিসিসিআই। আয়োজক বোর্ড হিসেবে কোনও মাঠে কোন তারিখে ম্যাচ হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিসিসিআই। ইতিমধ্যেই পাকিস্তানের তরফেও ভারতে বিশ্বকাপ খেলতে আসার ক্ষেত্রে আশ্বাস দেওয়া হয়েছে। এশিয়া কাপ পাকিস্তানে না খেলতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হলেও, চাপের মুখে পাকিস্তানকে সুর নরম করে আসতেই হচ্ছে ভারতে। উত্তর ভারতের স্টেডিয়ামগুলোয় পাকিস্তানের ম্যাচ দেওয়া হচ্ছে, সেখানকার দর্শকদের স্পোর্টিং স্পিরিটের কথা মাথায় রেখে। কারণ চেন্নাইয়হ বেশ কয়েকটি গ্রাউন্ডে পাকিস্তান খেললেও সমর্থকরা কোনও সমস্যা করেননা। কলকাতার ইডেন গার্ডেন্সে কোন ম্যাচগুলি আয়োজিত হবে, এখনই তা প্রকাশ্যে আসেনি। দ্রুতই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আইসিসর সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ সুচি তৈরি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics