Date : 2024-05-04

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। পাশের হার ৮৯.২৫ শতাংশ।মেধাতালিকায় প্রথম দশে ৮৭ জন পড়ুয়া।

নাজিয়া রহমান, সাংবাদিক : প্রকাশিত হল ২০২৩ উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হার ৮৯.২৫ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে ৮৭ জন পড়ুয়া। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫.৭৭ শতাংশ। এই তালিকার দশম স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় পাশের হার ৯০.৩৬ শতাংশ।

পরীক্ষা শেষে ৫৭ দিনের মাথায় প্রকাশিত হলো এবাবের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার বেলা বারোটার সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ই মার্চ পরীক্ষা শেষ হয় ২৭ শে মার্চ। এবছর মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এবছর যাঁরা উচ্চমাধ্যমি পরীক্ষায় বসেছিল, তারা ২০২১ সালে কোভিড অতিমারীর কারণে মাধ্যমিক দিতে পারেনি। ফলে এটাই ছিল তাদের জীবনের প্রথম কঠিন পরীক্ষা। একনজরে দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিকের ফলাফল।

এ বছর আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা  ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন।পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ।মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।জেলাভিত্তিক পাশের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৫.৭৭ শতাংশ।এই তালিকার দশম স্থানে রয়েছে কলকাতা কলকাতায় পাশের হার ৯০.৩৬ শতাংশ।

মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার পড়ুয়াদের নাম না থাকলেও উচ্চমাধ্যমিকে কলকাতার তিন জন পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে। গতবছর উচ্চ মাধ্যমিকে ২৭২ জন পড়ুয়া মেধাতালিকায় স্থান গ্রহণ করেছিল। তবে এবার সেই সংখ্যা অনেকটাই কমেছে। এবার মেধাতালিকায় মোট ৮৭ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে। যদিও গতবারের থেকে মেধাতালিকায় পরীক্ষার্থীর সংখ্যা কম নিয়ে কোন মন্তব্য করেনি সংসদের আধিকারিকেরা।