Date : 2024-04-25

১৯মে প্রকাশিত হতে চলেছে ২০২৩ মাধ্যমিকের ফল

নাজিয়া রহমান, সাংবাদিক ঃ

১৯মে প্রকাশিত হতে চলেছে ২০২৩ মাধ্যমিকের ফল। কয়েকদিনের মধ্যে যে মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে তা ২৫ শে বৈশাখ ঠাকুর বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি স্পষ্টভাবে দিন না জানালেও তিনি বলেন আগামী ১০ দিনের মধ্যেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। বুধবার টুইট করে শিক্ষামন্ত্রী জানান ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এদিন সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকেরা। তারপর বেলা ১২টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এদিনই পর্ষদের ক্যাম্প অফিসগুলো থেকে রেজাল্ট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ শে ফেব্রুয়ারি, পরীক্ষা চলে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষের ৭৫ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। রাজ্যের ২৮৬৭ টা কেন্দ্রে হয় পরীক্ষা। এবার সিসিটিভি -র পাশাপাশি পরীক্ষার নজরদারিতে একটি অ্যাপও চালু করেছিল পর্ষদ। কড়া নজরদারিতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় পরীক্ষা। পরীক্ষা শেষের দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দেন মে মাসের ফলপ্রকাশের চেষ্টা করা হবে।