রাকেশ নস্কর – অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বুধবার সেই খবর ছড়িয়ে পরলেও পরিচালকের স্বাস্থ্যের বিষয় কোনও তথ্য পাওয়া যায়নি। পরবর্তীকালে জানা যায়, হার্টের সমস্যার কারণে চিকিত্সকের দ্বারস্থ হন পরিচালক সৃজিত। সেই খবরে চিন্তায় পরে যান মিথিলা। অসুস্থতার খবর পেয়ে শিঘ্রই সৃজিতের কাছে পৌছে যান মিথিলা ।শহরে এসে সৃজিতের সঙ্গে দেখা করার পাশাপাশি ডাক্তারের সঙ্গেও পরামর্শ করেন তিনি।
সুত্রের খবর, সৃজিত এখন ভালো আছেন। এই অসুস্থতার সময় সৃজিতের স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশে ছিলেন। অসুস্থতার খবর ছড়িয়ে পরতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই চিন্তিত হন। জিজ্ঞাসাও করেন তিনি কেমন আছেন ?
তাঁর উত্তর স্বয়ং জানিয়ে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের অসুস্থতার কথা জানানোর পাশাপাশি আগে থেকে অনেকটাই সুস্থ রয়েছেন সেই কথাও জানান। এছাড়াও তিনি লেখেন যে তাঁর হার্টে কোনও ব্লক নেই। তাই চিন্তার কোনও কারণ নেই ।