শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:-
আগামী কিছুদিন পশ্চিমের জেলাতে কিছুটা শুষ্ক আবহাওয়া র পরিস্থিতি থাকবে।সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তাই শুধুমাত্র দিনের বেলা নয় রাতের বেলা ও ভোরবেলাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি তাপপ্রবাহ বইবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
তবে রবিবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বস্তির খবর। সোম ও মঙ্গলবারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মাথায় রাখতে হবে তাপপ্রবাহের জন্য যে ধরনের সতর্কবার্তার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সেগুলো অবশ্যই পালন করতে হবে। এছাড়া
বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রোদে কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরেরও।
দাবদাহে বাংলা পুড়লেও এখনও বর্ষার কোনও হেলদোল নেই। কারণ দেশের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকতে দেরি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।