শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টির দেখা পেল কলকাতাবাসী। তবে শুধু কলকাতা নয় কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও দু মেদিনিপুরে বৃষ্টি হয়েছে। বেলা তিনটে বৃষ্টি শুরু হয়। প্যাচ প্যাচ ঘাম ও গরমে আর পারা যাচ্ছিল না। সকালের দিকে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হঠাৎ বৃষ্টিতে আশ্চর্য করার মতো ঘটলো। আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যেটা জানা যাচ্ছে স্থানীয় মেঘে এই বৃষ্টি। কলকাতা সহ বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও দু মেদিনিপুরেও বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল ভারী বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
এই বৃষ্টি বেশিদিন স্থায়ী নয়। বৃষ্টি হলেও গরম ও আদ্রতা থেকে রেহাই নয়। অস্বস্তিকর গরম থাকছে, বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।