Date : 2024-04-28

নবান্নে বসল হেড কাউন্টিং ক্যামেরা

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতর নবান্ন সর্বোতভাবে কড়া নিরাপত্তায় ঘেরা। ২৪ ঘন্টা ব্যাপী নিরাপত্তা বলয়ে ঘেরা থাকে এই প্রশাসনিক ভবন। ভিভিআইপিদের আনাগোনা নিত্য লেগে থাকায় সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা রক্ষীদের নজরদারির পাশাপাশি বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের অন্তর্গত মন্দিরতলা আউটপোস্ট সর্বক্ষণ নজরবন্দী রাখে নবান্নকে। কলকাতা পুলিশের তরফ থেকে নবান্নকে কেন্দ্র করে নেওয়া হল এক নয়া উদ্যোগ। নবান্নে ঢোকার গেটে বসল হেড কাউন্টিং ক্যামেরা। কলকাতা ট্রাফিক পুলিশের অন্তর্ভূক্ত নির্ভয়া প্রকল্পের অধীনে এই ক্যামেরা বসানো হল। প্রতিদিন কত মানুষ নবান্নে আসে তার সঠিক ধারণা পেতে এই ক্যামেরা বসানো হয়।

এবার প্রশ্ন হল কীভাবে কাজ করবে এই ক্যামেরা? হেড কাউন্টিং ক্যামেরা যে এলাকায় বসানো হয়েছে সেই এলাকায় মানুষ যখন আসবে, তখনই সেন্সরের মাধ্যমে ঠিক কত মানুষ এসেছে তা গণনা করবে এই ক্যামেরা। শুধু তাই নয়, ওই সংখ্যক মানুষ কতক্ষণ ওই এলাকায় ছিল, কত সময় অতিবাহিত করেছে এবং কখন ওই এলাকা ছেড়ে বেরিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ গণনা ও ফলাফল দেবে এই হেড কাউন্টিং ক্যামেরা। সেই তথ্য সঞ্চয় করতেও পারবে এই ক্যামেরা। প্রতিদিনই হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে নবান্নে যায়। এছাড়াও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফে ডাকা ধর্মঘট ও কর্মবিরতির ফলে অনেক কর্মী নবান্নে উপস্থিত থাকতে পারেন না। এই ক্যামেরা সেই বিষয়েও স্পষ্ট ধারণা দেবে। যা পরবর্তীতে নানান সরকারি কাজে সহায়তা করবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। একদিকে নজরদারি অন্যদিকে মানুষের উপস্থিতির হার উভয় ক্ষেত্রেই এই ক্যামেরা সহায়কের ভূমিকা পালন করবে বলেই অভিমত প্রশাসনিক ও পুলিশ মহলের।