Date : 2024-04-29

বাড়ানো হতে পারে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ভাবনা চিন্তা কমিশনের

সঞ্জু সুর, সাংবাদিক : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বাড়ানো হতে পারে। নির্ঘন্ট ঘোষনার এক দিন পরে তেমনই ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে অবশ্য ভোট গ্রহণের দিনের কোনো পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার বিকালে রাজ্যে দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। নির্ঘন্ট ঘোষণা হ‌ওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলগুলো একযোগে আক্রমণ করে কমিশনকে। এক তো বিরোধী দলগুলোর সঙ্গে কোনো আগাম আলোচনা করা হয় নি। তার উপর মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এত কম সময় কেন রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি নেতারা। তাদের বক্তব্য ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে। কিন্তু আদপে মাত্র ২৪ ঘন্টা বরাদ্দ করেছে কমিশন। দিন হিসাবে ৭ দিন হলেও প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, অর্থাৎ প্রতিদিন মাত্র ৪ ঘন্টা। তার‌ উপর রবিবার কোনো মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও বিজেপি। বৃহস্পতিবার তার শুনানি হয়েছে। পরবর্তী শুনানি আগামি সোমবার। এদিকে প্রথমদিনের শুনানীতে আদালতের পর্যবেক্ষণ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়ানো যায় কি না সেটা কমিশনের ভেবে দেখা উচিৎ। এদিকে কমিশন সূত্রে খবর, রাজ্যে বর্ষার আগমন, বিভিন্ন জেলায় ডিসিআর ফর্ম ঠিকমতো না পাওয়া ইত্যাদি বিষয় বিবেচনার মধ্যে রাখছে কমিশন। সম্ভবতঃ আগামি দু-একদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনারের মতে যেহেতু হাতে এখনও বেশ কিছু টা সময় রয়েছে (ভোট গ্রহণের দিন যেহেতু ৮ জুলাই) তাই ১৬ অথবা ১৭ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বাড়ানো হলেও কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা বা প্রত্যাহার করার দিন‌ও একদিন পিছিয়ে দিলেও অসুবিধা কিছু হবে না। তবে কমিশন একটা বিষয়ে নিশ্চিত যে ভোট গ্রহণের দিনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বাড়ানো হলেও ভোট গ্রহণের দিন ৮ জুলাই-ই থাকছে।